জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১৫ সেপ্টেম্বর ২০২০

১৫/৯/২০২০


১) রাষ্ট্রপুঞ্জের "ইকোনেমিক এন্ড সোশ্যাল কাউন্সিল"-এর সদস্য হল ভারত! 

২) প্রবীণ নাগরিকগণের জন্য মেট্রো রেলের ছাড়-
সকাল ১১টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত তাঁদের ই-পাস লাগবে না! 

৩) মার্কিন ম্যাগাজিন "ফোর্বস"-এর তথ্য অনুযায়ী চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে ধনী ফুটবলার হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি(আয় ১২৬ মিলিয়ন ডলার)!২য়,৩য় ও ৪র্থ স্থানে রয়েছেন যথাক্রমে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(১১৭ মিলিয়ন ডলার),ব্রাজিলের নেইমার(৯৬ মিলিয়ন ডলার) এবং ফ্রান্সের  এমবাপে(৪২ মিলিয়ন ডলার)!

৪) মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আলপার্ট মেডিকেল কলেজের অধ্যাপক বাংলাদেশের ড.রুহুল আবিদ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন! 

৫) UGC net Exam. শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে। 

৬) পুণের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি হল মার্কিন সংস্থা "নোভাভ্যাক্স"-এর!২০২১ সাল  পর্যন্ত ২০০ কোটি ডোজ্ ভ্যাকসিন সরবরাহ করবে মার্কিন সংস্থাটি! 

৭) পঃ বঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যে "দলিত সাহিত্য একাডেমী" গঠন হতে চলেছে! এই একাডেমীর চেয়ারম্যান হবেন সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী! এই একাডেমী অনগ্রসর শ্রেণীর সাহিত্য তুলে ধরবে! 

৮) গোটা বিশ্বের প্রায় ১২০টি দেশে আই পি এল-এর live streaming-এর ব্যবস্থা করলেও পাকিস্তানের কোন সংস্থার সাথে চুক্তি করেনি STAR SPORTS! 

৯) "শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন"-নামে নতুন ক্লাব আই এস এল খেলার জন্য আবেদন করল। 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_________________________________________

এ ক টু  হা সু ন 
কার্টুন - সুদেষ্ণা রায়চৌধুরী   

বল্টু : পাশের ফ্ল্যাটে স্বামী-স্ত্রী'র মধ্য অনবরত ঝগড়ায় আমরা অতিষ্ঠ! 
পাপ্পু : এই ঝগড়া থামবে না, এর জন্য দায়ী তো সেই পুরোহিত! 
বল্টু : কোন্ পুরোহিত? 
পাপ্পু : যে আগুনে ঘি ঢেলেছিল!
__________________________________________

জ্বলদর্চি শারদ উৎসব ১৪২৭
সূচনাপর্ব - মহালয়া ১৭ সেপ্টেম্বর ২০২০

মহালয়ার প্রাক্কালে
সুধাংশুশেখর মুখোপাধ্যায় 

চণ্ডীপাঠ
আদিদেব ত্রিপাঠী

গান
মায়া দে

আগমনী নৃত্য 
মৈত্রেয়ী নন্দ

মহালয়ার গদ্য
তুলসীদাস মাইতি  পার্থ সারথি চক্রবর্তী  মুক্তি দাশ

গ্রন্থ প্রকাশ
নক্ষত্র বীথি / নারায়ণ প্রসাদ জানা

চিত্রকলা
পবিত্র দাস, রবীন্দ্রনাথ কপাট 

ফোটোগ্রাফি - রাকেশ সিংহ দেব, গৌতম মাহাতো

ভিডিও এডিটিং - ঋতরূপ ত্রিপাঠী
-------------------------------------------------------------------


Post a Comment

0 Comments