জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১৭ সেপ্টেম্বর ২০২০

১৭/৯/২০২০

১) ভারতের নতুন সংসদ ভবন তৈরীর দায়িত্ব পেল টাটা গোষ্ঠী,খরচ ৮৬১.৯০ কোটি টাকা! 

২) লাগাতার ৪২ দিন বিশ্বে দৈনিক করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে আমাদের দেশ! 

৩) দেশের বৃহত্তম ইলেকট্রিক ভেহিক্যালস চার্জের স্টেশন বানানো হচ্ছে কলকাতার নিউটাউনে! 

৪) করোনা আবহে তীব্র মন্দা আবাসন শিল্পে, ৮টি বড় শহরে  নতুন বাড়ি বিক্রি কমল প্রায় ৫২ শতাংশ! 

৫) করোনা আবহেই ভাদ্র সংক্রান্তির দিনে লালমাটির জায়গা পুরুলিয়া জেলা মেতে উঠেছে ভাদু উৎসবে! 

৬) কোভিড ১৯ উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সাংসদগণের এক বছর বেতন কমছে ৩০ শতাংশ! 

৭) মার্কিন যুক্তরাষ্ট্রের "সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন "- এর ডিরেক্টর রবার্ট রেডফিল্ড জানিয়েছেন যে করোনা রোধে ভ্যাকসিনের থেকেও সুরক্ষা বেশী দেয় Face mask. 

৮) আই পি এল ২০২০-তে থাকছে না কোন চিয়ারলিডার এবং কোন উদ্বোধনী অনুষ্ঠান হবে না! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
__________________________________________

এ ক টু  হা সু ন 

বল্টু শ্মশানঘাটে চাকরি পাওয়ার প্রথম দিনেই পাবলিকের মার খেয়ে শয্যাশায়ী! পাপ্পু দেখা করতে গেছে! 
পাপ্পু : তোকে মারল কেন রে? 
বল্টু : ভুল করে একদল শ্মশানযাত্রীদের চলে যাওয়ার সময় বলেছিলাম -"আবার আসবেন"!
__________________________________________

জ্বলদর্চি শারদ উৎসব ১৪২৭
সূচনাপর্ব - মহালয়া ১৭ সেপ্টেম্বর ২০২০
স্কেচ - সুদেষ্ণা রায়চৌধুরী
   

মহালয়ার প্রাক্কালে
সুধাংশুশেখর মুখোপাধ্যায় 

চণ্ডীপাঠ
আদিদেব ত্রিপাঠী

গান
মায়া দে

আগমনী নৃত্য 
মৈত্রেয়ী নন্দ

মহালয়ার গদ্য
তুলসীদাস মাইতি  পার্থ সারথি চক্রবর্তী  মুক্তি দাশ

গ্রন্থ প্রকাশ
নক্ষত্র বীথি / নারায়ণ প্রসাদ জানা

চিত্রকলা
পবিত্র দাস, রবীন্দ্রনাথ কপাট 

ফোটোগ্রাফি - রাকেশ সিংহ দেব, গৌতম মাহাতো

ভিডিও এডিটিং - ঋতরূপ ত্রিপাঠী

Post a Comment

0 Comments