জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ২৮ সেপ্টেম্বর ২০২০

দিনের শেষে একটু হাসুন   
২৮/৯/২০২০

১) রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দোপাধ্যায়! 

২) ১৯৮২ সাল থেকে গয়ার ব্রাহ্মণী পাহাড়ে প্রায় এক লাখ গাছ রোপণ করেছেন বিহারের দিলীপ কুমার সিকান্দার, যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "আরণ্যক"- উপন্যাসের সেই যুগলপ্রসাদ! 

৩) আজ আই পি এল-এর ১০ম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলছে মুম্বই ইন্ডিয়ানস এবং রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে!
 
৪) ঘন্টায় ২৫ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১৮৪০ টাকা)! সুইৎজারল্যান্ডের জেনেভার ভোটারগণ এই সর্বনিম্ন মজুরিতে সম্মতি জানালেন, কার্যকর হলে এটাই  হবে বিশ্বের সর্বাধিক সর্বনিম্ন মজুরি! 

৫) দূরপাল্লার ট্রেনে একা যাত্রা করা মহিলাদের সুরক্ষা দেওয়ার পরিকল্পনায় "Broadcast Group" চালু করল ভারতীয় রেল! 

৬) এলাকার দখল নিয়ে প্রবল  যুদ্ধ চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে! 

৭) সরকারিভাবে আসন্ন দুর্গাপুজোর গাইডলাইন প্রকাশিত হল আজ! খোলামেলা মণ্ডপ,অনলাইনে অনুমতি, প্রবেশ-প্রস্থানের পৃথক ব্যবস্থা, স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক! 

৮) এবার রবিবারেও চালু থাকবে মেট্রো, ৫৮টি ট্রেন চলবে! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
__________________________________________

একটু হাসুন 

কার্টুন - সুদেষ্ণা রায় চৌধুরী    
বল্টু : জানিস পাপ্পু, আমার বাবা এতটাই ভুলোমন যে আমি প্রতিদিন বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করলেও বুঝতেই পারে না! 

পাপ্পু : আর আমার বাবা এতটাই ভুলোমন যে মানিব্যাগে টাকা রাখতেই ভুলে যায়!
--------------------------------------------------------------------
প্রকাশিত

'সেমিকোলনের আত্মজীবনী'। পর্ব এগারোতে সায়ন কলম ধরলেন সুবোধ সরকারের 'মণিপুরের মা' নিয়ে। ক্লিক করে পড়ুন। অভিমত জানাতে পারেন। 


Post a Comment

0 Comments