জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ২৯ সেপ্টেম্বর ২০২০


দিনের শেষে একটু হাসুন
সংকলক - বিশ্বজিৎ কর
   
   কার্টুন - সুদেষ্ণা রায়চৌধুরী
   
২৯/৯/২০২০

১) ব্রিটেনের "স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্ক"-এর বিশ্বব্যাপী এক সমীক্ষা মারফত জানা গেছে যে ৯০ শতাংশ ভারতীয়কে এই মহামারী আর্থিক খরচের ব্যাপারে সতর্ক করে দিয়েছে! 

২) আজ আই পি এল-এর ১১-তম ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটলস এবং সানরাইজার্স হায়দরাবাদ,আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। 

৩) Nature Index Ranking অনুযায়ী বিশ্বের সেরা ১০০ বিজ্ঞান শহরের তালিকায় স্থান পেয়েছে ব্যাঙ্গালোর(৯৭-তম) এবং কলকাতা(৯৯-তম)!তালিকায় প্রথম ৫টি শহর:- বেইজিং,নিউ ইয়র্ক,বোস্টন,সান ফ্রান্সিসকো,সাংহাই!

৪) ভারতীয় চলচ্চিত্র জগতের দুই নক্ষত্র রাজকাপুর ও দিলীপকুমারের পেশোয়ারের পৈতৃক ভিটে কিনে নেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রশাসন! 

৫) ভারতীয় রেল এবার খুব শীঘ্রই যাত্রীদের থেকে User Charges নিতে চলেছে! 

৬) প্রেমের বিভিন্ন ভাঁজের কথা ছোট ছোট ৬টি গল্প, মুক্তির পথে সায়ন বসু চৌধুরীর "গল্পে মোড়া চুপকথা"!

৭) চলতি আই পি এল-এর ফেরার রাস্তা বন্ধ, সুরেশ রায়নার নাম ওয়েবসাইট থেকে বাদ দিল চেন্নাই সুপার কিংস! 

৮) লকডাউন পর্বে প্রতি ঘন্টায় ৯০ কোটি টাকা করে আয় করেছেন মুকেশ আম্বানি

৯) ৭০ বছর বয়সে চলে গেলেন সত্তর দশকের বিশিষ্ট কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল! 
জ্বলদর্চি-র পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_________________________________________
একটু হাসুন 

পাপ্পু একদিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরেছে! 
বাবার চোখকে ফাঁকি দেওয়ার জন্য তড়িঘড়ি ঘরে ল্যাপটপ নিয়ে বসল! 
বাবা : তুমি নেশা করে বাড়ি ফিরেছ!! 
পাপ্পু : না বাবা, এই তো ল্যাপটপ নিয়ে..... 
বাবা : ঐটা ল্যাপটপ নয়, এটাচি কেস্!!
----------------------------------------------------------------------
আগামীকাল প্রকাশ পাবে  পর্ব - ২ 

Post a Comment

0 Comments