জ্বলদর্চি

২২ সেপ্টেম্বর ২০২০

আ জ কে র দি ন 

22 September 2020
বাংলায় ---- ৫ আশ্বিন ১৪২৭ মঙ্গলবার

আজ, প্রথিতযশা সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। গোয়েন্দাকাহিনী লেখক হিসেবে জনপ্রিয়। ব্যোমকেশ বক্সী তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র- ১৯৩২ সালে সত্যান্বেষী  গল্পের মাধ্যমে যার আত্মপ্রকাশ। কালের মন্দিরা, গৌর মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রার তীরে, জাতিস্মর ইত্যাদি উপন্যাস এখনো জনপ্রিয়। বিখ্যাত সিনেমা চিড়িয়াখানা, ঝিন্দের বন্দী, বিষের ধোঁয়া, দাদার কীর্তি এবং বেশকিছু হিন্দী সিনেমার কাহিনি তাঁর লেখা।

আজ, সাহিত্যিক তারকনাথ গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস। উনবিংশ শতকের লেখক। বঙ্কিমি প্রভাব ও রোমান্টিকতা মুক্ত  অগ্রগণ্য ঔপন্যাসিক। স্বর্ণলতা প্রথম উপন্যাস-যেখানে গ্রামের গরিব ভদ্র বাঙালির সাংসারিক সুখদুঃখের অনুজ্জ্বল জীবনের চিত্র অঙ্কিত। এই কাহিনি নিয়ে অমৃতলাল বসু সরলা নামে নাটক স্টার থিয়েটারে প্রথম মঞ্চস্থ করেন।

 আজ, প্রমোদকুমার  চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস। ইনি মূলত আধ্যাত্মিক বিষয়ক লেখক ও ভাল চিত্রশিল্পী ছিলেন। ইনি জীবনের বেশ কয়েক বছর ভারত, তিব্বতের তীর্থে তীর্থে ঘুরেছেন।প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে সাধুসন্ন্যাসীদের সঙ্গলাভ করেছেন।তাঁর লেখা সেইসব কাহিনিতে আছে সাধুসন্ন্যাসীদের বক্তব্যের  সাথে নিজস্ব উপলব্ধি ও অভিজ্ঞতার মিশ্রণ।

আজ, ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডের জন্মদিন। ডাইনামোর আবিষ্কর্তা।তড়িচ্চুম্বক তত্ত্ব এবং তড়িৎ রসায়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সমগ্র মানব সভ্যতা তাঁর কাছে কৃতজ্ঞ।

আজ, বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী মহিলা জুনকো তাবেই -এর জন্মদিন। জাপানি পর্বতারোহী। ইনি ১৯৭৫ সালের ১৬ই মে  পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট চূড়ায় পদার্পণ করেন। এর পাশাপাশি ইনি প্রথম নারী হিসেবে 'সপ্তশিখর'(অর্থাৎ পৃথিবীর সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতচূড়া) আরোহণ করার কৃতিত্বও অর্জন করেন।

মনীষী উবাচ :
সন্তোষের সমান ধন নাই আর সহ্যের সমান গুণ নাই।(সারদা দেবী)
________________________________________
সংকলক - রুম্পা প্রতিহার
________________________________________
প্রকাশিত।  ক্লিক করে দেখে নিন।  


 

Post a Comment

0 Comments