জ্বলদর্চি

২৬ মে ২০২১


Today is the 26 May, 2021
আজকের দিন 
বাংলায় ----১১জ্যৈষ্ঠ বুধবার ১৪২৮

বাঙালি কবি - কথাসাহিত্যিক  শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৯৯৯ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। তাঁর প্রথম গল্প ‘বুভুক্ষা’। প্রথম নাটক ‘উত্তরাধিকার’। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাঁকে বন্দরে বন্দরে’ উপন্যাসের জন্য বঙ্কিম পুরস্কারে সম্মানিত করেন।

রোমান্টিক কবি, নাট্যকার ও ঔপন্যাসিক আলেক্সান্দ্‌র সের্গেইয়েভিচ পুশকিন ১৭৯৯ সালে আজকের দিনে জন্মেছিলেন (মতান্তরে ৬ জুন)। অনেকেই তাঁকে  রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি হিসাবে আখ্যায়িত করে থাকেন।

বাংলার  কবি নীলমণি ন্যায়লঙ্কার ১৯০৮ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক ছিলেন। সংস্কৃত ও বাংলা ভাষায় অনেক পুস্তক রচনা করেছেন। এশিয়াটিক সোসাইটি থেকে তিনি ‘কূৰ্মপুরাণে’র একটি সংস্করণ  সম্পাদনা করেছেন। ১৮৯৮ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধিতে ভূষিত হন।

মনীষী উবাচ :
নিজের চেষ্টার দ্বারা যতটুকু ফল পাই তাহাতে ফলও পাওয়া যায়, শক্তিও পাওয়া যায়, সোনাও পাওয়া যায়, সঙ্গে সঙ্গে পরশপাথরও পাওয়া যায়।( রবীন্দ্রনাথ ঠাকুর)
--------------------------------
সংকলক- রুম্পা প্রতিহার 
--------------------------------
জ্বলদর্চি পেজে লাইক দিন👇
আরও পড়ুন। 
দূরদেশের লোকগল্প 👇

Post a Comment

0 Comments