কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিলেন গল্পকার অখিলেশ সুর(উৎসব ১৪২৮)

বাংলা সাহিত্যের নক্ষত্র, বাঙালির জীবন ও যাপন প্রণালীর কথক, সাহিত্য আকাদেমির ফেলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন গল্পকার অখিলেশ সুর গত ১৯ শে সেপ্টেম্বর সাহিত্য আকাদেমির ফেলো নির্বাচিত হয়েছেন পরম শ্রদ্ধেয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তার ঠিক দশ দিন আগে ০৯/১১/২০২১ - তারিখ 'জ্বলদর্চি' পত্রিকার নেওয়া অন্তরঙ্গ সাক্ষাৎকার। যদিও এই সাক্ষাৎকারে রয়েছে অধ্যাপক অরুণ শাসমল ও শিক্ষক কালিপদ নন্দ মহাশয়ের এই সময় ও সাহিত্য বিষয়ক মূল্যবান কয়েকটি প্রশ্নও। সব মিলিয়ে এই সাক্ষাৎকার ধরে নিতে পারেন সমবেত সাক্ষাৎকার। এই করোনাকালে সাক্ষাৎকার নিয়েছি ফোনে। তাই এটা ফোনেটিক সাক্ষাৎকারও। অখিলেশ : গত দুই বছর ধরে এই করোনা পরিস্থিতি মানুষের জীবন ও জীবিকার প্রশ্নে বিরাট একটা শূন্য স্থান সৃষ্টি করেছে। চলমান পৃথিবীকে গৃহবন্দি করে চিন্তা চেতনার সংকোচন ঘটিয়েছে। এমন একটা সময় সাহিত্য চর্চায় কতটা প্রভাব ফেলেছে? শীর্ষেন্দু : করোনা পরিস্থিতি তো ভালো হলো। এখন তো সবাই লিখছে। ঘরে বসে বসে প্রায় দুই বছর হতে চললো। কাজেই, এতে মানুষের অভ্যাস হয়ে গেছে অনেকটাই। মানুষ এখন করোনাত