জ্বলদর্চি

পরম আত্মা /বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়


পরম আত্মা

বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়


চোখ আমাদের সঙ্গেই থাকে,
বুঝতে পারিনা সহজে,
বুঝিনা  তো সব ইন্দ্রিয় মাঝে,
চোখই সবার বড়ো যে ।

যদি কেউ বলে নয়নের কথা,
বা বালি এসে পড়ে দু চোখে,
তখনই চোখ যে দেহেরই অঙ্গ,
ভাবনার মাঝে তা ঢোকে ।

ঠিক এ  ভাবেই বুঝিনা মনেতে,
বিরাজ করেন  মহাজন,
শুদ্ধ আত্মা,শুদ্ধ সত্ত্বা,
বিশ্ব বিধাতা সনাতন ।

শাস্ত্র পঠনে , গুরুর কথনে,
কিছুটা ধারণা হয়,
মনে বুঝি বেশ এই ধারণাটা,
ঝাপসা , স্পষ্ট নয় ।

সংসার জ্বালা করে কষাঘাত,
যখনই হৃদয় মনে,
স্বজন হারানোর মর্ম বেদনা,
অশ্রু আনে নয়নে,

নিরাবলম্ব মানুষ তখন,
ব্যাকুলিত হয় প্রাণে ,
অসীম আঁধার সে সময় তাকে,
 হতাশার পানে টানে ।

তখনই মানুষ ডুবদেয় তার,
অতল গভীর মনে,
খুঁজে পেতে চায় অভয় আশ্রয়,
একান্ত নির্জনে ।

শোক দুঃখের দ্বন্দ্বে আঘাতে,
বিক্ষত হয় চিত্ত ,
খোঁজে সে তখন অন্তর মাঝে,
শোকাতীত সেই বিত্ত ।

অন্তর মাঝে অতল গভীরে,
আত্মা বিরাজ করে,
চঞ্চল মতি মানুষ বৃথাই ,
খুঁজে খুঁজে তাকে মরে ।

উপেক্ষা করে বহির্জগৎ ,
যেই জন তারে খোঁজে,
সেই জন তার পায় দরশন
সেই জন তারে বোঝে ।

বিচার- নিষ্ঠ জিতেন্দ্রিয় 
পায় তাঁর  সন্ধান ,
পায় সে তখন মহান আশ্রয়,
শাশ্বত কল্যাণ ।

       সুত্র   :  স্বামী বিবেকানন্দের উপদেশামৃত

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments