জ্বলদর্চি

ক্যুইজ-৮ / সাগর মাহাত

ক্যুইজ-৮ / সাগর মাহাত

১. মহাবিশ্বে জীবের প্রথম আবির্ভাব ঘটে—
জলে
স্থলে
বাতাসে
মাটির নীচে 

২. Covid রোগ বাহিত হয়—
বায়ু
জল
স্পর্শ
সবকটি

৩. মানব দেহের রক্তে জীবাণু ধ্বংস করে—
লোহিত কণিকা
শ্বেত কণিকা
প্রোটিন
ফ্যাট

৪. জাইলেমের মাধ্যমে উদ্ভিদ সংবহন করে—
জল
কার্বোহাইডেড
প্রোটিন
কলা রস

৫. Interphose সব থেকে দীর্ঘস্থায়ী দশা—
মেটাফেজ
সালোকসংশ্লেষ
বিপকীয় দশা
দীর্ঘস্থায়ী দশা

৬. 'গরিবী হঠাও' পরিকল্পনাটি যুক্ত—
প্রথম পঞ্চবার্ষিকী
চতুর্থ পঞ্চবার্ষিকী
অষ্টম পঞ্চবার্ষিকী
দ্বাদশ পঞ্চবার্ষিকী

৭. সার্কের প্রধান কার্যালয়—
কাঠমান্ডু
বেজিং
দিল্লি
হংকং

৮. সিন্ডিকেট ব্যাঙ্কের প্রধান কার্যালয়—
কলকাতা
চেন্নাই
মণিপাল
পুনে

৯. বাণিজ্যনীতি প্রবর্তন করেন—
এডাম স্মিথ
অসবর্ণ স্মিথ
মহাত্মা গান্ধী
কে.সি. নিয়োগী

১০. সংবিধানের প্রস্তাবনাকে 'Political Horoscope' বলেছেন—
আম্বেদকর
বার্কার
এম মুন্সি
অস্টিন

১১. ভারতের সংবিধানকে 'আইনজীবীদের স্বর্গরাজ্য' বলেছেন—
কে. এম.  মুন্সি
এম. ভি. পাইলি
কে. সি. হোয়ার
বি. আর. আম্বেদকর

১২. কলকাতা জেলায় মহকুমা আছে—
একটিও না

১৩. বর্তমানে পশ্চিমবঙ্গে কটি বিভাগ রয়েছে—

১৪. বিধানসভার শান্তি শৃঙ্খলা রক্ষা করেন—
রাজ্যপাল
মুখ্যমন্ত্রী
উপমুখ্যমন্ত্রী
পরিবহনমন্ত্রী

১৫. সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে ভাগ করা হয়—
২টি
৪টি
৫টি
৭টি


ক্যুইজ-৭ এর উত্তর
১. ২৪১  ২. সুন্দরবন ৩. নিপায  ৪. ইঁদুর ৫. ২৩ ৬. ১৮৭৮  ৭. ১৯১৯ ৮. কলকাতা   ৯. রোম ১০. ভারত ১১. বার্বাডোস  ১২. শান্তি  ১৩. উপন্যাস ১৪. পশ্চিম মেদিনীপুর ১৫. রাজ্য সরকার


Post a Comment

0 Comments