জ্বলদর্চি

বাঁশগাছ /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৫০

বাঁশগাছ

ভাস্করব্রত পতি

বাঁশগাছ দশ পায়ে দাঁড়িয়ে
                   সব গাছ ছাড়িয়ে
বেড়ে চলে আশাতে। 
মনে সাধ গোটা জমি ঘিরে রাখি
                    বন জুড়ে একা থাকি
পৃথিবীর বাসাতে।। 

তাই তো সে সরু ফোঁড় বের করে
                      যেথা সেথা মাথা নেড়ে
ইচ্ছাটি ফোটে তাঁর। 
মনে মনে ভাবে বুঝি বংশের গাছগুলি
                      বেড়ে যাক ডাল মেলি
বাঁশঝাড় চারিধার।। 

সারাদিন পত পত ঝিরি ঝিরি
                      পাতাগুলো ঠাঁয় ঘুরি
কত নানা কথা কয়। 
মনে মনে ধরাতলে চুমে সে
                       নত হয় ভূমে সে
যেন, পৃথিবীর স্নেহ দোয়।। 

তারপরে রাত যেই নেমে আসে
                        পাখপাখি খুঁজে এসে
মগডালে বাসাটি। 
যেইভাবে ছেলে ফেরে মার কোলে
                         রাশি রাশি খুশি দোলে
নাড়ে সরু মাথাটি।। 

🍂
তালগাছ

রবীন্দ্রনাথ ঠাকুর

তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উকি মারে আকাশে।
মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায় —
একেবারে উড়ে যায় —
কোথা পাবে পাখা সে?
তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার
মনে মনে ভাবে বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার।
সারা দিন ঝর্‌ঝর্‌ থত্থর
কাঁপে পাতা পত্তর,
ওড়ে যেন ভাবে ও,
মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
যেন কোথা যাবে ও।
তার পরে হাওয়া যেই নেমে যায়,
পাত কাঁপা থেমে যায়,
ফেরে তার মনটি —
যেই ভাবে মা যে হয় মাটি তার,
ভালো লাগে আরবার
পৃথিবীর কোণটি।


Post a Comment

0 Comments