জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /স্বপন কুমার ধর

গুচ্ছ কবিতা 

স্বপন কুমার ধর

জিজ্ঞাসু মন


প্রকৃতি নিজেকে সাজিয়ে রেখেছে,
অফুরন্ত ভালো লাগা, ভালোবাসার সম্ভার দিয়ে,
আর তা গ্ৰহন বা বর্জন করার,
স্থান,কাল,পাত্র ঠিক হয় সময়ের উপর।

সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক,
বিশ্বাস, বোঝাপড়া, চাহিদা থেকে,
যার দিশা, স্থায়িত্ব,বৈধতা, স্বীকৃতি,
সমাজ ঠিক করলে ও,দেওয়াল তুলতে,
পারে না,প্রকৃত সম্পর্কের মাঝে।

আমার জিজ্ঞাসু মন ও নাছোড়বান্দা,
অজান্তে চলে যায় মারিয়ানা ট্রেঞ্চ এর গভীর তলে,
অনুসন্ধিৎসু মন উথাল-পাতাল হয়,
আর খুঁজে বেড়ায়,এ'সবের উৎস মুখ,
করতে চায় বিশ্লেষণ, পর্যবেক্ষণ,আর -
পরিশেষে সিদ্ধান্ত গ্ৰহণ


 অবুঝ মন

মন তো অবুঝ,
বোঝে না কিছুই,
বোঝানো যায় না সহজে।
অবুঝ মনকে,
কি করে বোঝাই,
ভালোবাসা বলে কাকে।

ভালোবাসা এক অদৃশ্য টান,
এক অদৃশ্য রেখা,
দু'টি মন একটি প্রান,
অনন্য সুতোয় গাঁথা।
একটিতে আঘাত দিলে,
অন্যটি ও আঘাত পায়,
একটি আনন্দে থাকলে,
অপরটির ও আনন্দ তা'য়।


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 
 ভালো মন্দ

"ভালো আছি","ভালো থাকুন" বলাটা খুব সহজ,
"ভালো রাখা","ভালো থাকা"সত্যিই খুব কঠিন।
"জীবন"আছে , এগোতে হবে,
অভিজ্ঞতার সাথে সাথে।
"কীর্তি" রেখে যাও বারবার,
মৃত্যু আসবে একটি বার।
ভালো -মন্দ সব তুচ্ছ ধরে,
"কঠিন"কে নাও সহজ করে।
ভালো রাখা যায় বোঝাপড়া হলে,
ভালো থাকা যায় আত্মনির্ভর হলে।
এসো এমন কাজ করি,
সবাই যেন বলতে পারি,
"সবাই যেন ভালো থাকি",
"আমরা সবাই ভালো আছি"।


ক্ষমতার দম্ভ

ক্ষমতার দম্ভ কে দেখিতে চায় হে,
কে দেখিতে চায়?
"দুর্বল"এর উপর "সবল" এর অবস্থান,
চিরসত্য হয় যে,চিরসত্য হয়।
অধঃস্তন এর উপর,উর্দ্ধতন এর কর্তৃত্ব,
চিরসত্য হয় যে, চিরসত্য হয়।
আত্মসম্মান হীনতায় কে বাঁচিতে চায় হে,
কে বাঁচিতে চায়?
ক্ষমতার দম্ভ কে দেখাইতে চায় হে,
কে দেখাইতে চায়?
ঈর্ষাকারী, উচ্চাকাঙ্খী,পরক্লেশে আনন্দিত যে,
হিণমন্যতায় ভোগে আর স্ব-কর্তৃত্ব, -
চায় হে,স্ব-কর্তৃত্ব চায়।

Post a Comment

0 Comments