চিকিৎসাবিজ্ঞানে নতুন পথ দেখাচ্ছে সিমবায়োসিস

চিকিৎসাবিজ্ঞানে নতুন পথ দেখাচ্ছে সিমবায়োসিস রুম্পা প্রতিহার কৈশোরে বিজ্ঞান শব্দ ও তার বিষয়ের সঙ্গে পরিচিত হওয়ার পর অবশ্য পাঠ্য ছিল 'বিজ্ঞান, অভিশাপ না আশীর্বাদ ' রচনা পাঠ। সেই পাঠ থেকে এই ধারণা জন্মায় যে, বিজ্ঞান যখন সংকীর্ণ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে তখন তা অভিশাপ। আর যখন তা মানব কল্যাণে ব্যবহৃত হয়েছে তখন তা আশীর্বাদ হয়ে বর্ষিত হয়েছে। বর্তমান পৃথিবীতে সেই আশীর্বাদের এক অনন্য রূপ হল টেস্টটিউব বেবি। মেদিনীপুর শহরে ড.কাঞ্চনকুমার ধাড়া ও ড. সন্ধ্যা মন্ডল- এর নেতৃত্বে সিমবায়োসিস ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের অত্যাধুনিক ও সাধারণ পদ্ধতিতে গর্ভধারণে সহযোগিতা করে বৃহত্তর মানবকল্যাণে নিয়োজিত । বর্তমানে সারা বিশ্বজুড়ে বন্ধ্যাত্বের ( ইনফার্টিলিটি) সমস্যা বেড়েই চলেছে। বন্ধ্যাত্ব কি? খুব সহজ ভাষায় বলতে গেলে বন্ধ্যাত্ব হল শরীরের একটি প্রজননগত অসুখ। যার ফলে মানুষ তার প্রতিরূপ সৃষ্টিতে (সন্তান)ব্যর্থ হয়। এই প্রতিরূপ সৃষ্টি হল শারীরিক বহু ক্রিয়া-প্রতিক্রিয়ার এক জটিল পদ্ধতি। এই পদ্ধতিতে বহু কার্যকারণের সুস্থ সমন্বয় প্রয়োজন। যার মধ্যে আছে প