চাতক সাহিত্য পত্রিকার ২১ তম সাহিত্য সভা এবং টেগোর ভিলেজ সাহিত্য সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান

চাতক সাহিত্য পত্রিকার ২১ তম সাহিত্য সভা এবং টেগোর ভিলেজ সাহিত্য সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান নদিয়াজেলার অন্যতম সাহিত্য পত্রিকা চাতকের ২১ তম বার্ষিকী সাহিত্য সভা এবং ‘টেগোর ভিলেজ সাহিত্য সম্মাননা ২০২১-২২’ অনুষ্ঠান অতিসম্প্রতি হয়ে গেল ২৯ জানুয়ারি’২৩,রবিবার, গয়েশপুর কিশলয় স্কুলে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় নেতাজী বিদ্যামন্দির হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মাননীয় সুভাষচন্দ্র দত্ত এবং অসমের বিশিষ্ট সাহিত্যিক ও অনুবাদক তাপস পাল। প্রথমে দু’হাজার একুশ,টেগোর ভিলেজ সাহিত্য সম্মাননা তুলে দেওয়া হয় কথাশিল্পী অনিন্দ্যকেতন গোস্বামী এবং বিশিষ্ট ছড়াকার সুমন বিশ্বাসের হাতে। এরপর দু’হাজার বাইশ,টেগোর ভিলেজ সাহিত্য সম্মাননা তুলে দেওয়া হয় বিশিষ্ঠ সাহিত্যিক তথা সম্পাদক উত্তম চক্রবর্তী এবং তরুণ কবি শুভদীপ দের হাতে। অনুষ্ঠানে বহুবিধ ভাষায় অনূদিত শিশু কিশোর গল্প সংকলন “ছোট্ট একটি ইসকুল” নিয়ে মনোগ্রাহী আলোচনা করেন ডঃ নির্মল করণ। কবি নিত্যপ্রকাশ দাসের কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করেন সুনীল সাহা ও মানিক রায়। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি অজয় চক্রবর্তী,