আবর্ত শেষ পর্যন্ত দিশা দেখায়/সৈয়দ কৃত্তিকা তাবাস্সুম

আবর্ত শেষ পর্যন্ত দিশা দেখায় সৈয়দ কৃত্তিকা তাবাস্সুম পুস্তক পর্যালোচনা আবর্ত: রোশেনারা খান "র" প্রকাশন মূল্য ২৫০ টাকা। সমকালীন বাঙালি সমাজ ও সাংস্কৃতিক জীবনের বিশ্লেষক হিসেবে রোশেনারা খান একটি প্রতিষ্ঠিত নাম। তাঁর ৩৬টি প্রবন্ধের সাম্প্রতিকতম সংকলন, 'আবর্ত ', তাঁর গভীর জীবনবোধ এবং অভিজ্ঞতা থেকে উঠে আসা ফসল। রোশেনারা খান শুধু বিশ্লেষকই নন, তিনি নারী এবং সমাজ সম্পর্কিত বহু সংস্কার আন্দোলনের প্রথম সারির কর্মী । ফলে তত্ত্বকথার সঙ্গে, তাঁর যে কোনো আলোচনার পরতে পরতে জড়িয়ে থাকে জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে পাওয়া দুর্দান্ত সব উপলব্ধি । এই সংকলনের প্রবন্ধগুলি মূলত পাঁচটি বিষয়কে কেন্দ্র করে লেখা: নারী, মুসলমান সমাজ, গ্রামজীবন (অনেক প্রবন্ধই এই তিনটির মধ্যে একাধিক বিষয় ছুঁয়ে আছে), কোভিড লকডাউন এবং বিবিধ। বিষয় -অনুসারে বিন্যস্ত হলে সংকলনটি বিদ্যায়তনিক মানদণ্ডে অনেক 'গোছানো' হত ঠিকই; অন্যদিকে, সমস্ত বিষয়গুলি মিলেমিশে থাকায় পাঠক অবশ্যই একটা অন্য ধরনের স্বাচ্ছন্দ্য পাবেন। রোশেনারা খানের জীবনে অগ্রগামিতার যে সহজাত অভিজ্ঞান আছে, সেই রকম তালেই এগিয়ে চলে তাঁর বই।