জ্বলদর্চি

তুমি গালাগালি কর/ ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ১৫

তুমি গালাগালি কর 

ভাস্করব্রত পতি

তুমি গালাগালি করো, গলাগলি করে
সব প্রেমপাট মুছায়ে
তব ডায়লগ যত ভরে দিক মোর
জীবনের স্বাদ ঘুচায়ে। 
সব প্রেমপাট মুছায়ে। 
তুমি গালাগালি করো, গলাগলি করে
সব প্রেমপাট মুছায়ে। 
লক্ষ্য চট্টামি, লক্ষ্য ডাকাতি
করিছে ঘেউ ঘেউ বাজারে
জানি না এখন চটিতে লেহন
পড়েছি বিশাল আঁধারে। 
দেবী, নিস্ব জীবন হন্তা, 
তুমি বানাও মরার পন্থা
তব দুচরণ তলে জিভখানি মোর
বাপ বাপ করে চাঁটায়ে। 
সব প্রেমপাট মুছায়ে। 
তুমি গালাগালি করো, গলাগলি করে
সব প্রেমপাট মুছায়ে। 
আছো পচা পঙ্কিলে, প্রিয় সাদা নীলে
সখাত সলিলে মরণে। 
আছো ছবি তুলিকায়, গান কবিতায়
টিভি তারকায় যাপনে। 
আমি দুইখানি চোখ মুদিয়া
মুখে কালো সেলোটেপ বাঁধিয়া, 
আমি সব দেখেও দেখি নাই কিছু
দাও হে মুক্তি বিলায়ে। 
সব প্রেমপাট মুছায়ে। 
তুমি গালাগালি করো, গলাগলি করে
সব প্রেমপাট মুছায়ে। 
তব ডায়লগ যত ভরে দিক, মোর
জীবনের স্বাদ ঘুচায়ে। 
সব প্রেমপাট মুছায়ে। 
তুমি গালাগালি করো, গলাগলি করে
সব প্রেমপাট মুছায়ে। 



জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



তুমি নির্মল কর

রজনীকান্ত সেন

তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে।
তব পূণ্য-কিরণ দিয়ে যাক মোর
মোহ-কালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে।
তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে।
লক্ষ্য শূন্য, লক্ষ বাসনা,
ছুটিছে গভীর আঁধারে
জানি না কখন ডুবে যাবে কোন
অকুল গরল পাথারে।
প্রভু, বিশ্ব বিপদহন্তা,
তুমি দাঁড়াও রুধিয়া পন্থা
তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর
মোহো-বাসনা গুছায়ে,
মলিন মর্ম মুছায়ে।
তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে।
আছো অনল-অনিলে চিরনভোনীলে,
ভূধর-সলিলে গহনে
আছো বিটপীলতায় জলদের গায়
শশীতারকায় তপনে।
আমি নয়নে বসন বাঁধিয়া,
বসে আঁধারে মরিগো কাঁদিয়া
আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু
দাও হে দেখায়ে বুঝায়ে।
মলিন মর্ম মুছায়ে।
তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে।
তব পূণ্য-কিরণ দিয়ে যাক, মোর
মোহ-কালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে।
তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে।

Post a Comment

0 Comments