এবারের সেরা উৎসব
(এক)
জমা জলে মৃতদেহ ভাসছিল, পাশেই প্রাণহীন সারমেয়,
দায় কার-বিদ্যুৎদাতা, প্রশাসন, মেঘ? নয় সহজে অনুমেয়,
বরং দেখব প্লাস্টিক কিভাবে ভাসছে, ডুবছে, বাহবা মজা,
জলাভূমির বুকে বহুতলের দম্ভ, উন্নয়নের বেহায়া ধ্বজা!
(দুই)
আলো দেখতে আমারও ভালো লাগে, কেন নয়?
আনন্দ থেকে কিসের দূরত্ব তবু আছে কিছু ভয়!
কাল বা পরশু মহানগরী আবার যদি হয় জলবন্দী;
কোথায় আশ্রয়? পাচ্ছি না পরিত্রাণের সঠিক ফন্দী।
(তিন)
ঘুরেফিরে কত আশা, কত হর্ষ নিয়ে পরব বচ্ছরকার,
অসীম আনন্দ তবু তুমুল প্রকাশ কখনোই হয় না তার,
প্রত্যাশা অপূরণেই প্রতীক্ষা মধুরতম, থাকুক না ফাঁক;
পরের বার এলেও পেতে চাই ব্যাখ্যাতীত হর্ষের ডাক!
(চার)
তুমি বর্ণোজ্জ্বল পোষাক পরো না পরো, চলে এস,
আমাদের সমবেত হর্ষযাপন তোমার জন্য আগ্রহী,
মানুষ উৎসব চায়, উৎসবও মানুষকে খোঁজে নিশ্চয়;
সমস্ত আলো অসার্থক যদি তোমার চোখেরও না হয়!
1 Comments
খুব ভালো লাগল কবিতা গুলো।
ReplyDelete