জ্বলদর্চি

দিনের শেষে,একটু হাসুন ১৪ আগস্ট,২০২০


১৪/৮/২০২০

১) আসন্ন IPL-এ দুই কো-স্পনসর হল ক্রেড এবং আন আকাদেমি! বছরে ৬০ কোটি টাকা করে উভয় সংস্থা থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড পাবে। 

২) দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়! ২য়,৩য় এবং ৪র্থ স্থানে যথাক্রমে অরুণাচল প্রদেশের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়! 

৩) IPL সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের ঘোষণা, তাদের চ্যানেলে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন সম্প্রচারের জন্য খরচ পড়বে ৮ থেকে ১০ লক্ষ টাকা! 

৪) ২০২১ সাল থেকে পাসপোর্ট পেতে আগ্রহী সব ভারতীয়ের হাতে থাকবে
 ই-পাসপোর্ট! 

৫) করোনা আবহে কেন্দ্রীয় সরকারের কোষাগারে ৫৭ হাজার কোটি টাকা দিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)! 

৬) বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত হলেন বিক্রম কুমার দোরাইস্বামী! 

৭) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানালো যে রাশিয়ার করোনা ভ্যাকসিন Sputnik-V এখনও পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে ট্রায়ালে অংশ নেয়নি! 

৮) আগামী কাল আমাদের প্রিয় দেশের ৭৪-তম স্বাধীনতা দিবস। সকলকে সংগ্রামী অভিনন্দন। 

(বিঃদ্রঃ - সমস্বরে আওয়াজ উঠুক -"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই")!
_______________________________
একটু হাসুন 


মশাগ্রাম - হাওড়া লোকাল চিরকালই  ভিড়ে ঠাসা। ধীরে ধীরে খালি হয় মূলত লিলুয়া- বালি - বেলুড় স্টেশনে। বালি স্টেশনে ট্রেন ঢুকছে এমন সময় ভিড়ের মধ্যে  কে বলল-- দাদা, বালি কোনদিকে পড়বে??

বিরস বদনে ক্যাবলা উত্তর দিল: ডালাটা যেদিকে খুলবে!!!!
------------------------------------------------------
শুরু হয়েছে নতুন ধারাবাহিক  
প্রতি সোমবার ও বৃহস্পতিবার  
www.jaladarchi.com  


Post a Comment

0 Comments