____________________________________
লৌকিক ধাঁধা
খেজুরী ও নন্দীগ্রামে প্রচলিত ধাঁধা -
১.
কওতো দেখি মাস্টার -
"তুমার ঘরে এমন জিনিস আছে এক কোণায়
যা বুসিয়া বুসিয়া গোটা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়।"
উত্তর - টি.ভি
২.
আইলা ডাকাত
চারধার ঘরটা ফ্যালে ঘিরে
হাতে দড়ি ধরা
জানলা দিয়া ঘর পালি যায়
বউ পড়ে ধরা।
উত্তর - জাল
৩.
কুন জিনিস কাটলে ভাগ ভাগ হয়নি?
উত্তর - জল
৪.
মাছ ধরতে ধরতে বাবা ছেলেকে কয়-
"জন্ম তার জলে নয়
জন্ম তার খালে
হাত নেই, পা নেই
দুটো চরণ চলে।" ক'তো এটা কি?
উত্তর - চটি
৫.
"ভোর নু সন্ধ্যা একলা একলা ঘুরে
তার খবর কেউ লায়নি সবার চাই তারে।" - বলো তো এটি কি?
উত্তর - সূর্য
----------------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল
0 Comments