জ্বলদর্চি

২৭ ফেব্রুয়ারি ২০২১

Today is the 27 February, 2021
আজকের দিন 
বাংলায় ----১৪ ফাল্গুন শনিবার ১৪২৭


ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিখ্যাত বিপ্লবী নেতা এবং মুক্তিযোদ্ধা চন্দ্রশেখর আজাদ ১৯৩১ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। আলফ্রেড পার্কে লড়াই করার সময় পুলিশের হাত থেকে বাঁচার কোনও উপায় খুঁজে না পেয়ে তিনি  নিজের বন্দুকের শেষ গুলিটি দিয়ে নিজেকে নিজেই গুলি করেন।

পশ্চিমবঙ্গের প্রাক্তন ফুটবল খেলোয়াড় শৈলেন মান্না ২০১২ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। হাওড়া ইউনিয়ন ক্লাবের হয়ে তাঁর খেলোয়াড় জীবন হয় শুরু হয়।ইনি ৪০-এর দশক থেকে ৬০-এর দশক পর্যন্ত মূলত কলকাতার মোহনবাগান ক্লাব ও পরে কিছুদিন ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন।  তাঁর অধিনায়কত্বে ভারত ১৯৫১ সালের এশিয়াডে ফুটবলে স্বর্ণপদক পায় ৷

১৯৬৫ সালে আজকের দিনে কার্তিকচন্দ্র দাশগুপ্ত প্রয়াত হয়েছিলেন। সাহিত্যক্ষেত্রে মূলত শিশু সাহিত্য রচনার জন্য প্রতিষ্ঠালাভ করেন। এই বিভাগে তাঁর উল্লেখযোগ্য রচনা সাবিত্রী,তাই তাই, ফুলঝুরি,চরকাবুড়ী, তেপান্তরের মাঠ,তে-রাত্রিরের তাইরে নাইরে না ইত্যাদি।

মনীষী উবাচ :
মানবচরিত্র শুধু উপদেশে চলে না, - এ তো ব্যোমযান নয় যে উপদেশের গ্যাসে তার পেট ভরিয়া দিলেই সে উধাও হইয়া চলিবে।(রবীন্দ্রনাথ ঠাকুর)
---------------------------------
সংকলক-রুম্পা প্রতিহার 
----------------------------------
পেজ-এ লাইক দিন👇

Post a Comment

0 Comments