সম্পাদনা- অঞ্জন দাস, মলয় পাহাড়ি
প্রথম প্রকাশ - ২০১৬
অনন্যে অভিধা সৃজনী আকাদেমি
প্রচ্ছদ- এস প্রধান
মূল্য- ১৭০/-
__________________________________
লৌকিক ধাঁধা
----------------
(পূর্ব মেদিনীপুর) কাঁথি,রামনগর, শংকরপুর ও দীঘার প্রচলিত ধাঁধা—
১.
এক হাত গাছটা
ফল ধরে পাঁচটা।
উত্তর — হাত
২.
অ্যাকজন ঘর ওয়ালা কখ্খন আসিকি ব্যাচেলর খুঁজে?
উত্তর — মেয়ের বিয়ের জন্য।
৩.
গুটে লম্বা, দুইখানঅ গোল
বালগুলা ধরিকি টানিকি তুল।
উত্তর - দাঁড়ি পাল্লা
৪.
ইঙড়ি বিঙড়ি তিঙড়ি তাই
গড় অছি তাও মথা নেই।
উত্তর - প্যান্ট
৫.
গটে ঘর চুনকাম থেলা
গটে মিস্ত্রির সাহস নেই
ভাঙ্গিয়া আবার গড়া।
উত্তর — ঝিনুক
---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল
0 Comments