জ্বলদর্চি

লৌকিক ধাঁধা

    সংগ্রহ 

আকাশ তুমি জানো
বিমল মণ্ডল 
প্রথম  প্রকাশ - ২০১৪
প্রচ্ছদ - অংশুমান  চক্রবর্তী 
মূল্য - ৩০/-
__________________________________________

লৌকিক  ধাঁধা 

পূর্ব মেদিনীপুর লৌকিক  ধাঁধা-

১.
এপারে ঢেউ, ওপারে ঢেউ
মধ্যিখানে  বসে আছে 
বুড়া বেটার বউ। 

উত্তর - শাপলা 

২.
থাকে বসে ধরে কান
এ আবার কোন শয়তান? 

উত্তর - চশমা

৩.
এপার ঝাটি, ওপার ঝাটি
ঝাটতে ঝাটতে পিটাপিটি। 

উত্তর - চোখের  পাতা

৪.
এমন কোন বস্তু  আছে এ ধরায়
না চাইতেই  তা সব লোকে পায়। 

বলো তো কি সেটি?

উত্তর - মৃত্যু 

৫.
এমন কোন প্রাণী  আছে 
ধান, চাল, সব খায়
লক্ষ  লক্ষ  মাইল  ছুটে 
যুদ্ধ করতে সে যায়। 

চটপট  বলো দেখি এটি কি?

উত্তর - ইঁদুর 

৬.
এক ঘর এক থাম
বলো তো কি এর নাম?

উত্তর - ছাতা

৭.
উপরে  চাপ, নীচে  চাপ
মাঝখানে চেরোয় সাপ। 
বলো তো কি? 

উত্তর - জিহ্বা

৮.
এক গাছা দড়ি
গোছাতে না পারি। 

বলো তো তাড়াতাড়ি? 

উত্তর - রাস্তা 

৯.
আমি যাকে মামা বলি, বাবাও বলে তাই
ছেলেও মামা বলে, মাও বলে তাই। 

বলো দেখি কি?

উত্তর - চাঁদ 

১০.
এক শালিখের তিন মাথা
দেহ মুখে আঠা
বাক্সের  ভেতর থাকে তবুও তার দেশ বিদেশে বসা ওঠা। 

বলো তো  এটি কি?

উত্তর - চিঠি 


 ---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

0 Comments