জ্বলদর্চি

উপহার / অনিন্দিতা শাসমল

   ফোটোগ্রাফি- সৈয়দ স্নেহাংশু   


উপহার
 
অ নি ন্দি তা  শা স ম ল

এই যে দীর্ঘ দীর্ঘ বিচ্ছেদ,
 প্রহর গুণতে থাকা সময় ।
তোমার প্রতীক্ষায়  অতিক্রান্ত দিন,মাস,ঋতু....
বছর শেষের দিকে ধাবমান অনিশ্চয়তা ।

তোমার জন্মদিন চলে গেল ।
কত কিছু দেওয়ার ছিল !
অথচ বিস্তর ব‍্যবধান ;
অনতিক্রম‍্য দূরত্ব ।

অতিমারি শেষে যদি 
দেখা হয় আমাদের,
তোমাকে দেবো..
বলতো কি ?
-- রঙিন শার্ট,পারফিউম, খাতা ,কলম ?
না--
--তবে ? একগুচ্ছ গোলাপ ?
না না --
-- তোমার বাগানে ফোটা বেল-জুঁই ,গন্ধরাজ নাকি স্বর্ণচাঁপা ?
না না না --
কোনোটাই নয় --
তবে কি প্রতিবারের মতো
শক্তি-সুনীল-নীরেন্দ্রনাথ
 অথবা জয় গোস্বামী ?
উঁহু ----
--তবে জানিনা!যাও ! 
তুমি বলো এবার---
আমিই বলবো ? শোনো তবে--

চলতে চলতে হঠাৎ থেমে যাওয়া
শান্ত পৃথিবীর সব রূপকথা ,
আর তোমাকে না দেখার সব চুপকথা ..
এঁকে রেখেছি আমার
 নিশিযাপনের লুকোনো খাতার পাতায়।
মহামারী শেষে যেদিন
 উন্মুখ দাঁড়াবে এসে ,
চোখে চোখ মেলে 
হৃদয়ের গভীরে ঢেলে ঢেলে দেবে 
দুনিয়ার যত শোক ,
জীবানু যুদ্ধে পরাজিত সৈনিকদের বেদন-ব‍্যাথা ;
ঠিক তখনই মেলে ধরবো
গোপন উপহার--
প্রথম পাতায় যত্নে তোমার নাম লেখা--
আমার  কবিতার খাতা।

   ফোটোগ্রাফি- সৈয়দ স্নেহাংশু   

Post a Comment

0 Comments