জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ১৩ আগস্ট ২০২০


১৩/৮/২০২০

১) রাশিয়ায় আবিষ্কৃত বিশ্বের প্রথম করোনা প্রতিষেধকের নামকরণ হল "Sputnik V"!

২) ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে আটলান্টা-কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে উঠল নেইমারের ক্লাব প্যারি সাঁ জাঁ(পি এস জি)! 

৩) দিল্লির সেনা হাসপাতালে গভীর কোমায় আচ্ছন্ন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি "ভারতরত্ন" প্রণব মুখোপাধ্যায়!

৪) মুক্তির আগেই ইউ টিউবে ৯৬ শতাংশ ডিসলাইক পেল মহেশ ভাট পরিচালিত ছবি "সড়ক ২"!

৫) আই পি এল-এর টাইটেল স্পনসরশিপের তালিকায় এবার অন্তর্ভুক্ত হল এডুকেশন টেকনোলজি সংস্থা "আনাকাডেমি"!

৬) আমেরিকায় ভাইস প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস- এর প্রতি ডোনাল্ড ট্রাম্পের কুরুচিকর আক্রমণ -"কমলা জঘন্য,স্বার্থপর এবং ভয়ংকর"!

৭) চলতি বছরের জুলাই মাসে  বিশ্বব্যাপী চীনা স্মার্টফোন বিক্রি কমে গেছে প্রায় ৩৫ শতাংশ! 

৮)টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত না হলে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরশাহীতে হবে! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক -"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
________________________
একটু হাসুন


 ঘেঁচুদা ভোট  দেওয়ার পর পোলিং অফিসারকে জিজ্ঞাসা করল : স্যার নখের এই কালিটা কি জল দিয়ে ধুলে চলে যাবে? 

পোলিং অফিসার : না, যাবে না।

ঘেঁচুদা : তাহলে সাবান জলে ধুলে নিশ্চয়ই চলে যাবে? 

পোলিং অফিসার : না,যাবে না। 

ঘেঁচুদা: তাহলে,  স্যার কিভাবে যাবে?

পোলিং অফিসার : মাসখানেক  পর আপনি চলে যাবে। 

ঘেঁচুদা : তাহলে একটু দিন না স্যার।

পোলিং অফিসার:  কি করবেন?

ঘেঁচুদা : আজ্ঞে, চুলে লাগাব,  আজকালকার হেয়ার কালারগুলো এক সপ্তাহও চুলে থাকে না!!!!
__________________________

আগামীকাল প্রকাশ পাবে
   

Post a Comment

0 Comments