
২৩/৮/২০২০
১) ১১৬ বছরে প্রয়াত এই মূহুর্তে বিশ্বের প্রবীণতম মানুষ দক্ষিণ আফ্রিকার ফ্রেডি ব্লম!
২) আজ রাতে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে মুখোমুখি জার্মানির বায়ার্ন মিউনিখ এবং ফ্রান্সের পি এস জি! (সোনি টেন-টু চ্যানেলে ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় দূরদর্শনে খেলা দেখুন!)
৩) নিরাপত্তার প্রয়োজনে এবার দেশজুড়ে নিজস্ব নেটওয়ার্কে ড্রোনভিত্তিক "নিনজা ইউ এ ভি"-ব্যবহারের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল!
৪) বিশ্বস্তসূত্রের খবর,দাদা কিম-জং-উনের শারীরিক অসুস্থতার জন্য উত্তর কোরিয়া-র শাসন ক্ষমতা এখন তাঁর বোন কিম-য়ো-জঙের হাতে অর্পিত হয়েছে।
৫) আজ বন্ধন ব্যাঙ্ক- এর ৫ম বর্ষ প্রতিষ্ঠা দিবস।
৬) পুণের সিরাম ইনস্টিটিউটের দাবী, আগামী আড়াই মাসের মধ্যেই ভারতে প্রথম করোনা ভ্যাকসিন "কোভিশিল্ড" পাওয়া যাবে।
৭) ইসরো-র তরফ থেকে জানানো হয়েছে যে চাঁদের কক্ষপথে একবছর পূর্ণ করল "চন্দ্রযান-২"!
৮) ২০২১ সালের মাঝামাঝি ভারতে আই ফোন ১২-র উৎপাদন শুরু করতে চলেছে apple-এর অংশীদারি সংস্থা "উইশট্রন"!
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক -"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
___________________________
একটু হাসুন
ঘেঁচুদা কিছুদিন হল রীতিমতো টিচার নিয়োগ করে সংস্কৃত শিখতে শুরু করেছে।
সেই খবর ক্যাবলা বৌদি মারফত জানতে পেরে একদিন জিজ্ঞেস করল: এই বয়সে হঠাৎ সংস্কৃত?
ঘেঁচুদা: আরে দেবতাদের ভাষা, স্বর্গে গেলে কথাবার্তায় সুবিধা হবে।
ক্যাবলা : আর যদি নরকে যাও?
ঘেঁচুদা: মাতৃভাষাটা তো জানিই।
------------------------------------------------
সংরক্ষণযোগ্য বই
0 Comments