জ্বলদর্চি

২২ আগস্ট ২০২০

আ জ কে র  দি  ন

22 August 2020
বাংলায় -- ৫ ভাদ্র ১৪২৭ শনিবার

আজ, ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব শম্ভু মিত্রের জন্মদিন। ভারতীয় গণনাট্য  সংঘের এই সদস্যের পরিচালনার উল্লেখযোগ্য নাটকগুলি হল নবান্ন, দশচক্র, রক্তকরবী, রাজা অয়দিপাউস ইত্যাদি। তাঁর রচিত নাটকের মধ্যে চাঁদ বণিকের পালা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। তিনি ম্যাগসেসে পুরস্কার ও ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন।

আজ, বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক তারাপদ রায়ের প্রয়াণ দিবস। তাঁর লেখায় হালকা হাস্যরসের সাথে পরিমিত তিক্তরসের অসাধারণ মিশ্রণ লক্ষ করা যায়।

আজ, রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের প্রথিতযশা কবি অরুণ মিত্রের প্রয়াণ দিবস। ফরাসি সাহিত্যের  খ্যাতনামা অনুবাদক ছিলেন।। তাঁর  উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ঘনিষ্ঠ তাপ, উৎসের দিকে, মঞ্চের বাইরে, শুধু রাতের শব্দ নয় ইত্যাদি। 


মনীষী উবাচ :
সম্মান যেখানেই লোভনীয় সেখানেই সাধ্যমত তাহার সংস্রব পরিহার করা ভালো।(রবীন্দ্রনাথ  ঠাকুর)
---------------------------------------------------
সংকলক- রুম্পা প্রতিহার
---------------------------------------------------- 
আগামীকাল প্রকাশ পাবে
কুইজ - ৪
   

Post a Comment

0 Comments