জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ২৫ সেপ্টেম্বর ২০২০


দিনের শেষে একটু হাসুন    

 ২৫/৯/২০২০

১) ১১ বছর কাজ করার পর ভারত ছাড়ছে মার্কিন মোটর সাইকেল প্রস্তুতকারী সংস্থা 'হার্লে ডেভিডসন'! 

২) আজ আই পি এল-এর ৭ম ম্যাচ চলছে দিল্লি ক্যাপিটলস বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে !

৩) UGC-র সিদ্ধান্ত :-
করোনা-র জেরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৯ মাসের শিক্ষাবর্ষ! 

৪) দারিদ্র্য ও কর্মহীনতার প্রকোপে দক্ষিণ আফ্রিকায় বন্যপ্রাণী হত্যা ও পাচার বাড়ছে! 

৫) আগামী ৩১ অক্টোবর গোটা পৃথিবীর আকাশে দেখা যাবে Blue Moon! 

৬) জাতীয় ফুটবল দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু  ২০১৯-'২০ মরশুমে এ আই এফ এফ-এর দ্বারা "Player Of the Year" নির্বাচিত হয়েছেন। 

৭) ৭৪ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন বিশিষ্ট সংগীতশিল্পী 'পদ্মশ্রী' এস পি বালাসুব্রমনিয়ম! 

৮) করোনা-র ধাক্কায় ভারতের  ৫১-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে গেল ২০২১ সাল পর্যন্ত! 

৯) কৃষ্ণনগরের স্বনামধন্য মৃৎশিল্পী জয়ন্ত পালের তৈরী দুর্গামূর্ত্তি পাড়ি দিল মেক্সিকো-তে! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_______________________________________

 একটু হাসুন 

🤣🤣🤣🤣🤣🤣

শিক্ষক : বল্ তো পাপ্পু! পিঁপড়ে আমাদের কি উপকার করে? 
পাপ্পু : ঘরে মিষ্টির প্যাকেট কোথায় লুকিয়ে রাখা হয়, সে'টা খুঁজে দিতে সাহায্য করে।
_________________________________________
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
শ্রদ্ধা ও স্মরণে --
তুলসীদাস মাইতি,  মুক্তি দাশ,  সন্দীপ কাঞ্জিলাল, মঙ্গল প্রসাদ মাইতি       







Post a Comment

0 Comments