জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ২৬ সেপ্টেম্বর ২০২০



দিনের শেষে একটু হাসুন   

২৬/৯/২০২০


১) সেভিয়া-কে এক গোলে পরাস্ত করে উয়েফা সুপার কাপ জিতে নিল জারমানি-র বায়ার্ন মিউনিখ! 

২) আজ আই পি এল(২০২০)- এর  ৮ম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ, আবুধাবি-র শেখ জায়েদ স্টেডিয়ামে! 

৩) বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানোম ঘেব্রোসিয়াস জানিয়েছেন যে করোনার আবহে চিকিৎসায় অবদানের জন্য "ইউ এন ইন্টারজেন্সি টাস্ক ফোর্স" পুরস্কার পেল কেরালা! 

৪) সেরাম ইনস্টিটিউটের সি ই ও আদর পুনাওয়ালা-র প্রশ্ন :-
এক বছরে প্রতিটি ভারতীয়কে করোনা প্রতিষেধক টিকা দিতে কেন্দ্রের কাছে ৮০ হাজার কোটি টাকা থাকবে? 

৫) দেশের প্রথম Rapid rail-এর ফার্স্ট লুক প্রকাশ পেল, প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি ১৮০ কিলোমিটার, বম্বারডিয়ারের সাবলি প্লান্টে দিল্লির লোটাস টেম্পলের আদলে এই ট্রেনের নির্মাণ হবে। 

৬) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর নামও এবারের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হল। 
৭) Food Safety and Standards Authority of India(FSSAI) জানাল যে আগামী পয়লা অক্টোবর থেকে মিষ্টিতেও Expiry Date লিখতে হবে। 

৮) আয়োজক 'লিগ অফ সাম্বা স্কুল' জানিয়েছে যে করোনার দাপটে গত ১০০ বছরে এই প্রথমবারের জন্য পিছিয়ে দেওয়া হল বিশ্বখ্যাত রিও-র কার্নিভাল! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
-----------------------------------------------------------------
 একটু হাসুন 

চুল কেটে এসে স্ত্রী..... 
" দেখো, দেখো, কি সুন্দর বব্ কাট্! সবাই বলছে কলেজ-ছাত্রীর মতো লাগছে! 

স্বামী : ও, তাই! ন্যাড়া হলে বলতো-' এইমাত্র অন্নপ্রাশন হয়েছে'!
__________________________________________
আগামীকাল প্রকাশ পাবে। 
জ্বলদর্চি কুইজ- ৯      

Post a Comment

0 Comments