জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ৩ অক্টোবর ২০২০

দিনের শেষে

৩/১০/২০২০

১) বি বি সি-র স্বাস্থ্যবিষয়ক সংবাদদাতা রেচেল শ্রায়ার জানিয়েছেন যে কোভিড ১৯ সংক্রমণ হয়েছে কি না, তা বোঝার নির্ভরযোগ্য ইঙ্গিত হল স্বাদ ও গন্ধের অনুভূতি চলে যাওয়া! 

২) সিঙ্গাপুরের লগ্নিকারী সংস্থা GIC ৫,৫১২.৫ কোটি টাকা বিনিয়োগ করছে রিলায়েন্স রিটেল-এ! 

৩) আজ আই পি এল-এর দ্বিতীয় ম্যাচ(প্রতিযোগিতার ১৬-তম) চলছে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটলস-এর মধ্যে, শারজা ক্রিকেট স্টেডিয়ামে।

৪) ভারতীয় রেল জানিয়েছে যে যেখানে প্রয়োজন হবে, সেখানেই লোকালসহ যাত্রীবাহী ট্রেন চালানো হবে। 

৫) ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দলের ম্যানেজার নির্বাচিত হলেন স্বনামধন্য পেস বোলার কোর্টনি ওয়ালশ! 

৬) বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়-কে নিয়ে বায়োপিক তৈরী করছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়! 

৭) বাংলাদেশে সদ্যবিদায়ী ভারতীয় হাই কমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাশ এইবার ভারতের বিদেশ মন্ত্রকের সচিব(পূর্ব) হচ্ছেন। 

৮) রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত নিঝনেই নোভগোরোদ শহরে মহিলা সাংবাদিক ইরিনা স্লাভিনা শরীরে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন, সরকারের বিরুদ্ধে মানসিক হেনস্থার প্রতিবাদে!

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
____________________________________
একটু হাসুন

পুলিশ (তার ছেলেকে): সব বিষয়ে ফেল করেছিস!! তুই-ই বল্, তোকে কি শাস্তি দেব? 

ছেলে : এই নাও ৫০ টাকা, কেসটা এখানেই ক্লোজ্ করে দাও!
-------------------------------------------
লিমেরিক 

বিনোদ মন্ডল 

১.

উপান্নের অর্থ কী খুড়ো? 
জিগ্যাসে এক চালচুলোহীন বুড়ো। 
মনে জাগে সন্দেহ। 
রাজনীতির খানাখন্দেও -
উত্তর দিই --- খুদকুঁড়ো।

২.

গৃহহীনের খাট- বালিশ 
বেতোরোগির তেল মালিশ
উন্নয়নের ধারা 
ভেবে দিশেহারা 
আসলে সব থোকপালিশ।
-------------------------------------------

        

Post a Comment

0 Comments