জ্বলদর্চি

২০২১ সালে মুক্তি পাওয়া সেরা ১০টি হিন্দি মুভি /রাকেশ সিংহ দেব

২০২১ সালে মুক্তি পাওয়া সেরা ১০টি হিন্দি মুভি

রাকেশ সিংহ দেব

গত ২০২০ সালের মতো ২০২১ সালটিও বলিউড ইন্ডাস্ট্রি মহামারি করোনার রেশ নিয়েই কাটিয়েছে। তবে এ বছরের মাঝামাঝিতে মহামারি পরিস্থিতি অনেকটাই পাল্টে ছিল। এসময় খানিকটা মুক্ত বাতাস বয়েছে হিন্দি সিনেমার আঙিনায়। বছরের শেষের দিকে সিনেমা হলে মুক্তি পেয়েছে বেশ কিছু মুভি। ভাল ব্যবসাও করেছে মুভিগুলি। করোনা পরিস্থিতির ওঠানামার সাথে সাথে ওটিটিতে চোখ রাখর পাশাপাশি আবার সুযোগ পেয়ে প্রেক্ষাগৃহে হাউজফুল বোর্ড ঝুলিয়েছে দেশের সিনেমাপ্রেমী দর্শক। চলুন দেখে নেওয়া যাক কোন দশটি সিনেমা রয়েছে ২০২১ এর সেরা বলিউড সিনেমার তালিকায়-

১. পাগলেট

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ রিলিজ হয়েছে 'পাগলেট' মুভি। যার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন উমেশ বিস্ত। কাহিনীর দিক থেকে দেখলে এটি একটি ফ্যামেলি ড্রামা ফিল্ম। এই কাহিনীর মূল চরিত্র সন্ধ্যা (সানইয়া মাহলোত্রা) এক বিধবা স্ত্রীর ভূমিকা পালন করেছে, যার বিবাহের ৫ মাসের মধ্যে তাঁর স্বামী তাকে ছেড়ে পরলোক গমন করেন। তাঁর দেহ সংস্কারের পর ১৩ দিন নিয়েই তৈরি এই ফিল্ম। যদি এককথায় বলতে হয় তাহলে বলা যায়, এই ফিল্মটি সাধারন মানুষের মণের মধ্যে অবশ্যই একটা দাগ কাটে, মধ্যবিত্তের জীবনযাপন, পারিবারিক ও সামাজিক বিষয় সবেরই ছাপ রয়েছে এই ফিল্মে। এটি একটি এমন ফিল্ম যেটা আপনি সপরিবারে দেখতে পারবেন। ফিল্মের মধ্যে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী যথেষ্ট ভালোভাবে ফিল্মের গল্পকে ফুটিয়ে তুলেছেন।

. সূর্যবংশী

করোনা পরিস্থিতিতে এই মুভির মুক্তির তারিখ অনেকবার পিছিয়েছে। অবশেষে সিনেমা হলে মুক্তি পাওয়া রোহিত শেঠি পরিচালিত অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ বিশ্বজুড়ে আয় করেছে ২০০ কোটি রুপি। দীর্ঘদিন পর বলিউডের কোনো সিনেমা বক্স অফিসে চমক দেখাল। সিঙ্ঘম, সিম্বা এর পর রোহিতের ‘কপ ইউনিভার্স’-এর নতুন সুপার কপ মেম্বার বীর সুর্যবংশী (অক্ষয় কুমার)। ঠিক সিম্বার মতো এই ছবিরও ন্যারেশনেও শোনা গিয়েছে রোহিতের প্রিয় অভিনেতা অজয় দেবগণের কন্ঠস্বর। ১৯৯৩ থেকে ২০০৮ মুম্বই শহরের বুকে ঘটে যাওয়া একের পর এক সন্ত্রাসবাদী হামলার কথা মনে করিয়ে দেন অজয়। ছবির প্রেক্ষাপটে সেই টেরর অ্যাটাক। লস্করের স্লিপার সেলের ধীরে ধীরে শহরে অ্যাক্টিভ হওয়া এবং এক বিরাট মাপের বিস্ফোরণ প্ল্যান করা... এই লাইনেই এগোয় গল্প। পুলিশি অ্যাকশনভিত্তিক সিনেমাটি দেখতে দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় করেছেন। অক্ষয়-ক্যাটরিনা জুটির ‘টিপ টিপ বর্ষা পানি’ গানের রিমেক যথেষ্ট প্রশংসা পাচ্ছে। 

৩. সর্দার উধম

ভারতের স্বাধীনতার ইতিহাসে সর্দার উধম সিং এক প্রায় বিস্মৃত চরিত্র। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যে নিজের প্রিয়জনকে হারিয়ে ছিলেন। আহতদের পাশে এসে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, কুড়ি বছর পরে লন্ডনে পাড়ি দিয়ে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জেনারেল ডায়ারকে হত্যা করে বদলা নিয়েছিলেন। এই ছবিতে সুজিত সরকার, এরকমই এক বিপ্লবীর গল্প তুলে ধরেছেন। সর্দার উধম একটি জীবনীভিত্তিক চলচ্চিত্র। এই সিনেমা পরিচালনা করেছেন সুজিত সরকার, প্রযোজনা করেছেন রনি লাহিড়ী ও শীল কুমার। চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। প্রচণ্ড আবেগ এবং রক্ত গরম করা সংলাপ এই ছবিতে একেবারেই ব্যবহার হয়নি। বরং চিত্রনাট্যে এমন সরলভাবে এগিয়েছে যে, খুব সহজেই ইতিহাস চোখের সামনে উঠে আসে। যাদের ডকুমেন্টারি ধাঁচে শুধুমাত্র বাস্তবের উপর ভিত্তি করে তৈরি সিনেমা পছন্দ তারা এটা অবশ্যই দেখুন। যাদের পছন্দ নয়, তারাও দেখুন, কারণ এই সিনেমায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের এত ডিটেলিং ভারতীয় সিনেমায় এর আগে দেখানো হয়নি।


৪. শেরশাহ

কার্গিল যুদ্ধে শহিদ পরমবীর চক্র  ক্যাপ্টেন বিক্রম বাত্রার ওপর তৈরি ছবি ‘শেরশাহ’ আমাজন প্রাইম ইন্ডিয়ার মোস্ট ওয়াচড সিনেমা। সবচেয়ে বেশিবার দেখা হয়েছে এই ছবি। বলিউডে যে ফর্মুলা মেনে ভারত-পাকিস্তানের যুদ্ধের সিনেমা তৈরি হয় তার থেকে কোনও অংশে আলাদা নয় 'শেরশাহ'। তবে এই ছবির ফ্লেভার একটু আলাদা। কারণ এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বিক্রম বাত্রার জীবনী। যাঁর আত্মত্যাগ ভারতকে কারগিল জয়ের দিকে এগিয়ে দিয়েছিল।দর্শকদের মন কেড়েছে, চলচ্চিত্র সমালোচকরাও ভূয়সী প্রশংসা করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা আদভানির অভিনয়ের। 

৫. মিমি

২০২১ সালের ভারতীয় হিন্দি ভাষার একটি কমেডি-ড্রামা চলচ্চিত্র মিমি। কৃতি শ্যানন অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। মিমি - এক মায়ের কাহিনি। নেটফ্লিক্স এবং জিও সিনেমায় মুক্তি পেয়েছে কৃতি শ্যানন, পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ছবি ‘মিমি। সারোগেসি মাদারের গল্প নিয়ে নির্মিত হলেও এই সিনেমায় আছে নাচ, মিউজিক সবই। কৃতি ছাড়াও এতে আছেন সুপ্রিয় পাঠক, মনোজ পাওহা, সাই তমহঙ্কর ও পঙ্কজ ত্রিপাঠি। সবার অভিনয় বেশ প্রশংসিত হয়। সামগ্রিক ভাবে ২০১১ সালে মুক্তি পাওয়া জাতীয় পুরস্কারজয়ী মরাঠী ছবি ‘মালা আই ভায়িচে-র হিন্দি রিমেক ‘মিমি’বিনোদনের অঙ্কে দর্শকদের হতাশ করেনা।


৬. হাসিন দিলরুবা

২০২১ সালের ভারতীয় হিন্দি ভাষার রহস্য থ্রিলার চলচ্চিত্র, ত্রিকোন প্রেমের এই মুভিটি পরিচালনা করেন বিনিল ম্যাথিউ। থ্রিলার বইয়ের গন্ধে ঘুম ভাঙে রানির। দিনভর পালপ ফিকশনে ডুবে থাকতে ভালোবাসে সে। তাঁর অমোঘ রূপ, যৌবন। অতীতে বেশ কয়েকটি প্রেমও করেছিল সে। এদিকে তাঁর স্বামী ঋষু লাজুক স্বভাবের শান্তশিষ্ট ছেলে। বিয়ের পর আর পাঁচজনের মতোই চলছিল জীবন। শাশুড়ির সঙ্গে ঝগড়া, অল্প স্বল্প প্রেম, সবটাই ছিল। কিন্তু আচমকাই বিস্ফোরণে মারা গেল ঋষু। খুনের অভিযোগ উঠল রানির বিরুদ্ধে। তারপর কী হল? রহস্য রোমাঞ্চের পথ ছুঁয়েই হেঁটেছে স্টোরিলাইন। এতে রানির চরিত্রে দেখা যায় তাপসী পান্নুকে। এই সিনেমায় আরও আছেন- ভিক্রান্ত মাসি, হানসিকা মোতওয়ানি এবং হর্ষবর্ধন রাণে। নন লিনিয়ার স্ক্রিনপ্লের মাধ্যমে রহস্য রোমাঞ্চ জিইয়ে রাখার চেষ্টা করেছেন পরিচালক। 


৭. বেল বটম

পরিচালক রঞ্জিত তিওয়ারির এই মুভি এক স্পাই থ্রিলার। আশির দশকের প্রেক্ষাপটে ভারতীয় বিমান হাইজ্যাকের ঘটনাই এই ছবির মূল গল্প। এই স্পাই থ্রিলারে R&AW-এর এজেন্টের ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। তারই কোড নেম বেল বটম। একটি প্লেন হাইজ্যাকের ঘটনায় ডাক পড়ে আন্ডার কভার এজেন্টের। ছবির গল্প এগোয় কীভাবে ২১০ জন পণবন্দীকে উদ্ধার করা যায় এবং হাইজ্যাকারদের উচিত শিক্ষা দেওয়া যায় সেই প্ল্যানিংয়ের মাস্টারপ্ল্যান রোল আউট করাকে কেন্দ্র করে। প্রধান চরিত্রে অক্ষয় কুমার যে এক্ষেত্রে পুরোপুরি সফল তা এই ছবি ঘিরে দর্শকদের আলোচনাই প্রমাণ করেছিল। থিম মিউজিকের চটক, বাস্তব ঘটনা অবলম্বন করে তৈরি কাহিনী এই ছবির প্রাণ। 

৮. ৮৩

‘৮৩’ মুক্তি পেতেই আনন্দে ভাসছে গোটা ভারত। শুধু সিনেমাপ্রেমীদের জন্য নয়, বরং ভারতীয়দের জন্যই এই সিনেমা খুব স্পেশাল! প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি এসেছিল ভারতে! আর সেই ম্যাজিকই কবীর খানের পরিচালনায় পর্দায় নিয়ে এসেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন। ভারতীয় ক্রিকেট অধিনায়ক কপিল দেব এর চরিত্রে অভিনয় করেছেন রনবীর। 


৯. সন্দীপ অউর পিঙ্কি ফারার

অনেক দিন পরে বড় পর্দায় দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি। তায় থ্রিলার। ছবিতে ব্যাঙ্ক স্ক্যামের মতো বিষয় নিয়ে এসেছেন পরিচালক, সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার যার শিকার। রয়েছে সরষের মধ্যে ভূত খোঁজার গল্প। অর্জুন কাপুর এবং পরিণীতির চোপড়ার অনবদ্য অভিনয় এই ছবিকে দর্শকদের ভালো লাগার তালিকায় উঠিয়ে দিতে দেরি করেনি। পাশাপাশি পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের দুরন্ত নির্দেশনা যে এই ডার্ক কমেডিকে দর্শকদের ভালো লাগার রেশ আরও বাড়িয়েছে সেকথা স্বীকার করে নিয়েছেন ছবি সমালোচকের দল।


১০. শেরনি

একাধিক স্তর বিশিষ্ট গল্পকেও সুন্দরভাবে ওটিটির পর্দায় পেশ করা যায় অ্যামাজন অরিজিনালে মুক্তি পাওয়া শেরনি তারই দুর্দান্ত উদাহরণ। গল্পের কেন্দ্রে রয়েছে দু'টি বিষয় জঙ্গলে মানুষখেকো হয়ে যাওয়া এক বাঘিনী এবং এক দাপুটে মহিলা ফরেস্ট অফিসার। বাঘের অত্যাচারে যখন গ্রামবাসীরা নাজেহাল, এক এক করে প্রাণ যাচ্ছে গ্রামের মানুষের। ঠিক সেই সময়েই এলাকার ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার হয়ে আসেন বিদ্যা। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে কাজের জায়গাতেও প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাকে। আদৌ কি সেই যাত্রায় সফল হন বিদ্যা? সেটাই দেখার হলে দেখতে হবে 'শেরনি। তার অন্যান্য ছবির মতো এই ছবিতেও দুরন্ত পারফর্মেন্স দিয়ে দর্শকদের মুগ্ধ করতে এতটুকু সময় বেশি নেননি বিদ্যা। পাশাপাশি ছবির পরতে পরতে লেগে থাকা থ্রিল এবং ভয়ঙ্কর সুন্দর জঙ্গলের অনবদ্য সব ফ্রেম এই সিনেমাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।সিনেমার নামের সঙ্গে মুখ্য চরিত্র বিদ্যা বালনের অভিনয় খুব সুন্দরভাবে খাপ খেয়ে গিয়েছে। নিউটনের পরিচালক অমিত মাসুকর আবার প্রমাণ করেছেন যে তিনি একজন দক্ষ পরিচালক এবং চিত্রনাট্য বোঝার ক্ষমতা তার বিপুল।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇


Post a Comment

0 Comments