জ্বলদর্চি

অণু কবিতাগুচ্ছ /অষ্টপদ মালিক

অণু কবিতাগুচ্ছ 

অষ্টপদ মালিক

অপ্রাপ্তি
অনেক অনেক পেয়েছি
অপ্রাপ্তিও কম নয়
অপ্রাপ্তির লম্বা তালিকায়
প্রথমেই তুমি ।


মুখ

একমুখে দ্বিচারিতা
কখনো কাছে টানা আবার
কখনো সম্পর্কের গভীরে
চিরদিনের ফাটল তৈরি করা ।


দূরত্ব

ভালোবাসা কথাটি
দিন দিন ওজন হারায়
এইজন্যই তোমার সঙ্গে আমার দূরত্ব
রোজ রোজ বেড়ে যায় ।

সোপান

শিকড়ে বর্ণমালার রস পৌঁছয় না
নুব্জ নীতিমালা
না -মানুষের ভিড়ে
উপরে ওঠার সোপানগুলি
ধ্বসে পড়ে ক্রমশ ।


বিষ চারা

শিকড়ে পচন
বিষ ছড়িয়ে পড়ে
পাতা ,ফুল , আর ফল থেকে বীজে
সেই বীজ মাটিতে পড়ে
অগণন চারা মাথা তুলেছে
পৃথিবী বিষময় হয়ে ওঠে ক্রমশ ।


মোহ

মোহ -সাগরে ডুবে থাকা প্রাণীটি
মাথা তুলে উঠে আসে
নীতি আর ধর্মকে জড়িয়ে ধ'রে
নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে থাকে।


জনসংযোগ

জনসংযোগের রাস্তা ধরে হায়নাগুলো হেঁটে যায়
কিছু অভাব অভিযোগ কানে যায় না
সাধারণের অভিযোগ ওদের মাথায় ঢুকে
মাথা গরম হয়ে রক্ত ওঠে তারপর ।

জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 

বিবেক

বিবেকের বাণী ছড়িয়ে পড়ে
মিথ্যা আশ্বাসের ভিতরে চালাকি খেলা করে
পাইয়ে দেওয়ার ভুয়া প্রতিশ্রুতির পাহাড়
মুখ থুবড়ে পড়ে উন্নয়ন ।


বাঘ ও কলম

কলমের নিচে
কাগজের বাঘ এসে দাঁড়ায়
সে কলমটা চিবিয়ে খেতে যায়
কলম ভয় পায় না
সে বাঘের দাঁতগুলি ভেঙে দেয় ।

বর্ণমালা

ভাষা শহীদবেদীতে নতজানু হই
ওদের জন্যই সুখ -দুঃখের
মিলন মেলায়
বর্ণমালায় সাজিয়ে তুলি
বাঙ্ময় ইমারত ।


প্রবৃত্তি

খরস্রোতা নদী
পিছুটান পিছনে ফেলে
প্রজ্ঞা ও প্রতিজ্ঞাকে নুড়ি পাথরের মত
ভাসিয়ে নিয়ে যায় সাগরের নোনা জলে ।


ইচ্ছে

সাদা বকের সারির মত
উড়ে যায় একঝাঁক পায়রা
ডানায় মাখতে চায় সাত রং
সব রং ডানায় ফুটে ওঠে কই !


ত্রাতা

নৌকাযাত্রায় মাঝি ভাই আজ ত্রাণকর্তা
সে জানে রাতের অন্ধকারে কিভাবে যাত্রীদের নিরাপত্তা দিতে হয়।
তাইতো পাড় থেকে দূরে
নদীর মাঝে নোঙর করে
মানুষখেকো বাঘের ভয়ে !


জীবন মরণ

সুড়ঙ্গ গড়ে
হাত ধরে আনি ভয়ংকর ধ্বসের
পদ্ম পাতার জলের মতো
টুক্ করে খসে পড়ে জীবন ।


আলোহীন শব্দ

নতুন নতুন শব্দগুলো
পৃথিবীর উপর ক্রমশ জুড়ে বসে
খুন ধর্ষণ তোলাবাজি বিকৃত বিনোদন এবং আরও
পৃথিবীতে ক্রমশ অন্ধকার নামিয়ে আনে ।


Post a Comment

0 Comments