জ্বলদর্চি

অরুণ দাস ও ভবেশ মাহাত-র কবিতা


অরুণ দাস ও ভবেশ মাহাত-র কবিতা

অরুণ দাস 
জেড প্রজন্মের কবিতা

......সে সব শান্তিমাখা দিনের ছন্দ 
সবুজ হৃদয়ে লিখে রাখা আনন্দ...

১.

সবুজ শান্তি লিখি
পাতার ভাঁজে
শব্দহীন দুপুর
লিখে রাখি,
ছায়া মাখা পথের বাঁক
লালমাটির রাস্তা জুড়ে
ঝোলানো জঙ্গল
অবাক নদী
শুয়ে থাকে, আগন্তুক শরীরে ।

 ২.

আজ
মোহময় সূর্য ভেজা
অন্ধকার
কেঁপে ওঠে
দিব্য অজুহাতে
ইশারা মাখে
নিভৃত আঙ্গুলের ডাক।

 ৩.

ঠোঁটের মধ্যে শব্দহীন ঠোঁট
বাতাসের হিমভাব
পুব আকাশের লালচে আভায়
শিউরে ওঠে,
ভোরের নরম আলো
ছুঁয়েছে যে পাখি।


ভবেশ মাহাত 

মরুভূমির আর এক নাম দিলাম পৃথিবী 

নীরবতার আরো কাছাকাছি এসে দেখেছি 
ওখানে মিছিল মানে একাকিত্ব, 
শহর বলতে বুঝেছি উল্টানো পৃথিবী।
শূন্যের পাশে শূন্য বসিয়ে গেলে তো
সমস্ত আবেগ হয়ে ওঠে জীবনশূন্য। 
সুতরাং পৃথিবী মানেই মরুভূমি।

Post a Comment

0 Comments