জ্বলদর্চি

প্রেমকাব্য-২৯ তম পর্ব /মঙ্গলপ্রসাদ মাইতি

প্রেমকাব্য
২৯ তম পর্ব
মঙ্গলপ্রসাদ মাইতি

তোমার বুকে কান পেতে একটাই শব্দ পেলাম – ভালোবাসার শব্দ! অনেক স্বপ্নে গড়া – ছন্দে মোড়া সে ভালোবাসার শব্দ আমার হৃদয়কে রাঙিয়ে তুলল, অন্তরে জ্বাললো খুশির রঙমশাল। তোমার বুকের ভালোবাসার শব্দ প্রাণে আনল ফাগুন বেলার গান, পত্রে-পুষ্পে শোভিত করল, অনির্বচনীয় প্রেমসুধায় আমাকে করল সিক্ত। তোমার বুকের ভালোবাসার শব্দ আমার কাঙাল মনকে সুখের বন্যায় ভাসালো, সবরকম রিক্ততা মুছে, দীনতা সরিয়ে শোনালো নবজীবনের আশ্বাস, মেঘের পাহাড় সরিয়ে আকাশে ফোটালো হাজার তারার ফুল। 
   তুমি আমার কাছেই আছো তবু কেন জানিনা মনে হয় তুমি আমার থেকে বুঝি অনেক দূরে রয়েছো, কয়েক লক্ষ যোজন দূরে বুঝি অবস্থান করছো। আসলে আমার চোখ ইচ্ছে করে যখন-তখন তোমাকে দেখতে,-দেখতে পায়না বলেই বুঝি এমন হয় আমার। আমার মন যখন-তখন তোমাকে কাছে পেতে চায়-পায়না বলেই বুঝি আমার মনের এমন অস্থিরতা, এই চঞ্চলতা, আকুলতা। আমি জানি আমার থেকে দূরে তুমি থাকতেই পারোনা, তুমি যে তোমার হৃদয়কে আমার কাছে দান করেছো, অফুরন্ত ভালোবাসায় আমাকে তুমি ভালোবেসেছো। সেই তুমি দূরে থাকতেই পারো না, মন যে তবু কেন ভাবে তুমি দূরে আছো বুঝে উঠতেই পারি না।
   প্রচণ্ড রাগে-অভিমানে যখন-তখন তোমাকে আমি খুব জোরে ধমকে দিই, দূরে ঠেলে সরিয়ে দিই, ক্ষুব্ধ মনটা নিয়ে আরও অনেক কিছু ব্যথা দিয়ে দিই, যা আমার স্বভাববিরুদ্ধ, নীতি-বিরুদ্ধ সেটাও করে ফেলি নিজের অজান্তেই, ইচ্ছে করে আর একটিও কথা বলবো না জীবন’ভর। কিন্তু থাকতে পারি না, পরক্ষনেই তোমাকে আবার কাছে টেনে নিই, আদরে আদরে ভরে দিই, মনে হয় একটিবারও তোমাকে কাছ ছাড়া করবো না, গভীর সাধ হয় প্রতিটা পল, ক্ষণ, অনু তোমাকে আমার বাহুবেষ্টনীর মধ্যে আটকে রাখি, বিশ্বাস করো তোমাকে ছাড়া আমার বুঝি কোনো অস্তিত্বই নেই, তুমি ছাড়া আমার সারাটা ভুবন অন্ধকার যেন। দিন দিন কেন আমি এমন দুর্বল হয়ে পড়ছি? বুকের মাঝে প্রতিনিয়ত কেন চলছে এই রোদ-বৃষ্টির খেলা? তবে কী আমি ভালো নেই? কিন্তু এটা তো একশোভাগ সত্যি কথা আমি তোমার হয়েই থাকতে চাই আজীবনকাল। কী করে বোঝাই আমি তোমাকে সেকথা!
  কী তোমার এত কাজ বলো তো-একটিবারের জন্যেও আমায় মনে পড়ে না? আমি শুধু মরছি তোমার কথা ভেবে ভেবে – আর তুমি কিনা নিজেকে নিয়েই ব্যস্ত সদা-কী তোমার মতিগতি বুঝতে পারি না আমি। সকালবেলা-ঘুম থেকে জেগে উঠেছি নব সূর্য তার রাঙা আবির ঢালছে পুব আকাশে, বাতাসে ভেসে আসছে বেলফুলের সুবাস, বলাকার দল মুক্ত আকাশে মেলে দিয়েছে তাদের খুশির ডানা – আমি ভাবছি এই ক্ষণে পাব তোমার সাড়া, তোমার কথা শুনতে পাব – না, কোনো সাড়াশব্দই নেই তোমার। অলস দুপুর গড়িয়ে আসে মিষ্টি বিকেল, বিকেল গড়িয়ে নামে মধুর সন্ধে – তোমার ডাক আসে না, রাত্রি নেমেছে-আকাশে উঠেছে চাঁদ, জোছনা মাখা রমণীয় এই ক্ষণেও তোমার দেখা নেই–তুমি সারাটাক্ষণ কী করো? আমার কথা কেন মনে পড়ে না তোমার?

🍂

29th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya

The only sound I could get to your chest - the sound of love!  In many dreams - the rhythm of that love made my heart cry, the heart burned with joy.  The sound of love in your chest brought to life the song of Phagun Bela, embellished with a wreath, and made me squeal with unrequited love.  The sound of the love of your chest floated in my mind's flood of happiness, removing all emptiness, removing humility, assurance of a new life, removing the mountains of clouds and throwing thousands of stars into the sky.
You are near me, but do not know why you think you are far away from me, you are a few millions away.  In fact, when my eyes are wishing to see you, I cannot see them.  When my mind wants to get to you - I do not understand that I have such instability in my mind, this irritability, loneliness.  I know you can't stay away from me, you have given your heart to me, you love me with endless love.  You can't stay far away, no matter how mind you are, you can't understand.
 In rage and pride, when I push you too hard, push you away, take away the hurt mind and give you more pain, which I do in my own way, contrary to my nature, in my own ignorance, wishing I would never speak a single life.  'Mass.  But I can not stay, I will pull you back in the moment, I will fill you in the door, I do not think I will ever leave you again, deep sadness every moment, the moment, I hold you in my arms, believe me to exist without you.  No, without you, my whole heart would be dark.  Why am I getting so weak day by day?  Why is this sun-rain game constantly going on in the chest?  But am I not good?  But it's a hundred truths I want to be with you for a lifetime.  How do I understand you!
 Do you tell me so much work - I do not even remember for once?  I'm just dying to think about you - and whether you're busy with yourself or not, I don't understand your motions.  Waking up in the morning, the new sun is pouring its color in the east sky, the aroma of the balloon floating in the air, the forceful party has filled the open sky with their wings - I think in this moment I will respond to you, hear your words - no, you have no words.  .  Lazy afternoon comes to a sweet afternoon, to a sweet afternoon, your call does not come, the night is coming down - the moon is up in the sky, you are not seen even in this moment - what do you do all night?  Why don't you remember me?

Post a Comment

0 Comments