জ্বলদর্চি

পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা

পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা 

উত্তরণ

কত রাত পেরিয়ে যায় নদীর জলে
কত সকাল অঙ্কুরিত হয় বালুকাচরে—
উষ্ণ সে সকাল, উজ্জ্বল সকাল।
উত্তরণের মুহূর্ত রচিত হতে থাকে
প্রতেটি অণুক্ষণে, পেলব ছোঁয়ায়।
নির্বাক আকাশ সাক্ষী হয়ে রয়—
মেঘ কখনো উঁকি মেরে যায়,
খন্ডচিত্র এগিয়ে যায় ধীর পায়ে
এক পূর্ণ, শুদ্ধ অবয়ব তৈরি হবে ব'লে।

🍂


সংক্রমণ 

সেই রাতে তুমি আসনি—
তোমার চোখের আলো এসেছিল।
সংক্রমিত করেছিল সবার হৃদয়নিঃসৃত আলোকে।
অভিযোগ ছিল দেদার—
কেউ শোনেনি, শোনার ভান করেছে কেউ কেউ।
পাশ কাটিয়ে যাবার জন্য পথ খুঁজেছে।
নিঃসঙ্গতা ছিল আজন্ম—
কেউ সঙ্গী হয়নি, সঙ্গসুখের লোভ দেখিয়েছিল।
অতর্কিতে চলে গিয়েছিল কর্পূরের মত।

তোমার চোখের আলোর অভিযোগ—
সঙ্গী হয়ে গেল সারাজীবন, আমৃত্যু।

Post a Comment

1 Comments