জ্বলদর্চি

অনিন্দিতা শাসমল-এর কবিতা

অনিন্দিতা শাসমল-এর কবিতা 

উঠে দাঁড়াও

কে বলে তুমি অপবিত্র ?
লোভীদের খিদে মেটানোর জন্য যে পাপী হাতগুলো স্পর্শ করেছে তোমার সম্ভ্রম, সেই লজ্জায় মুখ ঢাকছো তুমি ? 

লজ্জা তোমার নয় মেয়ে।
লজ্জা এ সভ্যতার, এ দেশের।
পতিতালয়ের মাটির মতোই পবিত্র তোমার শরীর,
দেবীর বোধন তাই তোমারই অপেক্ষায়।
স্বর্গে ফিরে যাওয়ার আগে, তাঁর দশ হাতের সব অস্ত্র দিয়ে যাবেন তোমাকে।

হাত শক্ত করে উঠে দাঁড়াও কন্যা।

🍂

 রাধাচূড়ার বয়স বাড়ে
          
আবির রাঙা সেই চিরকুট 
ঘুমিয়ে আজও বুকের খাঁজে, 
ভালোবাসার ম্যাজেন্টা রঙ 
ধুসর হওয়া পাতার ভাঁজে।
সোনালি দিন হৃদয় ছোঁয়া 
সাতজন্মেও হয় না ক্ষয়,
গোপন কথা গোপনই থাক 
এমন স্মৃতি ভোলার নয়।
সময় পেরোয়, বয়স বাড়ে 
কৃষ্ণচূড়া আবির ওড়ায়, 
মাধবীলতা বন্ধু হয়ে 
মিষ্টি মধুর সুবাস ছড়ায়।
প্রতি বছর দোলের সকাল 
মনে করায় রঙিন ছবি,

সেই ছবিটাই উপুড় হয়ে 
খাতার পাতায় আঁকে কবি।

Post a Comment

1 Comments

  1. Kamalika BhattacharyaSeptember 20, 2025

    খুব সুন্দর হয়েছে।

    ReplyDelete