ছায়াবৃত্ত
সতীর্থ সায়ন্তন কৃষ্ণসাগরে একবুক ছিপখাটি জলে
ময়ূরের পালক রেখে এলো অজান্তে
এসবের চেয়েও যত্নে রেখে এলো
ডিটিউন্ড গিটারখানি
উদাসরাগের সুরের সরবত
মোবাইলের মেরুন ওয়ালপেপারে
দুটি আদিগন্ত বাতি,
কিছুটা জ্বলে ওঠা চুমকির মতো
আপত্তি নেই যদি জেগে থাকে আজও
খোলামকুচির মতো কোন চুম্বিত সাঁঝবেলা
সতীর্থ সায়ন্তন এখনও যত্নে সরিয়ে রাখে
আমাদের অর্ধেক জীবন।
🍂
শ্রীখোল
শ্রীখোল শুধু বাদ্য নয়, নন্দিত গীতসুধা, খণ্ডিত অনুভূতির অখণ্ড আহুতি। দর্শনে নিমগ্ন নাট্যশালার কুশীলব এই শ্রীময় তাল, লয়ের ভঙ্গিমায় দূর ছায়াঘন গ্ৰাম্য জনপদ থেকে দুবাহু প্রশস্তে ধ্বনিত করে আহ্বান। সেই সঙ্কীর্ণ বনযুগল অভিসারের পথে বিভাজিকা হয়ে পূর্ণ, অপূর্ণের মাঝে দাঁড়িয়ে আমাদের নিবেদনের পাঠ দেয়। কেউ তাকে নাম দেয় পূজার উপাচার, কেউ বলে অভিসারের ধ্বনিত মায়াজাল, সঞ্চিত অনুরাগের তীব্র দহন। আলোর আভায় ভাস্বর সেই নিবেদনে ত্যাগ আছে, নিষ্ঠা আছে, সংকোচ আছে। প্রাপক বা প্রেরকের অবস্থান সেখানে গৌণ, আটপৌরে। পদ্মপাতার স্ফটিকশুভ্র জলকণার মতো চঞ্চল এই দ্বিধা। সেই বোধ অন্ধকারের মতো নিশ্চিত কালো, ছায়ার মতো অবশ্যম্ভাবী স্বস্তি।
0 Comments