জ্বলদর্চি

সিদ্ধার্থ সাঁতরা-র কবিতা


সিদ্ধার্থ সাঁতরা-র কবিতা 


স্মৃতিরা ভুলোমন খুউব 

একদিন কত ঠিকঠাক ছিল সবকিছু 
স্বপ্ন দৃশ্যের মতো ছড়িয়ে পড়ছে যার স্মৃতি ...

ভাবছি এবার বর্ষা এলে যত খুশি বজ্রপাত হোক 
ভিজবই আমি উদোম শরীরে...

দীর্ঘ সময়ের গড্ডালিকা স্রোত ছেড়ে, উঠে এসে 
একবার আমাদের দেখা হোক রাতনদী তীরে 
যদিও স্মৃতিরা ভুলোমন খুব 
অনাবিল জীবনের টুকরো সময়ে...

এত অনাচার, গাধাদের দাপট কত না চারপাশে 
বিষণ্ণ সময়ে কতকিছু ছেড়ে চলে গেছে 
কতকিছু মেনে নিয়ে এ-জীবন, বরং 
এসো, একবার ঘুরে দাঁড়ানোর কথা বলি 

ঝড় জীবনের একেকটা দিন, স্তব্ধ।
নতমস্তক সময়ের কাছে অন্তত একবার বলি 
এর চেয়ে বোধহয় ঘুরে দাঁড়ানোই ভালো ...

🍂


ধাধি নানা তুনা 

ভালো আছি এবং একাই আছি 
শুধু পড়ে নিই মনখারাপের অ আ ক খ 
আমাদের ভালোমন্দের দিন শেষ, এখন 
শুধু হাওয়ায় দোলে বিষাদের মন।

কার কথা বলি ঐ যে ওরা যারা এতদিন 
রঙ রূপ রসে দোল খেলেছিল 
তারা সব, মাফিয়ার দল বনভোজনের কোলাহল ছেড়ে 
গান গায় কোমল এককে ধাধি নানা তুনা। ধাধি নানা তুনা। ধা।।

শেষ বিকেলের এইটুকু অবশেষ, শত বছরের পাপ 
আজ আর কিছু নেই ঋণটুকু ছাড়া ...

Post a Comment

0 Comments