অবহেলা
সময়ে বুঝতে পারিনি জীবনের লক্ষ্য
পাশে থাকার মানুষটাকে উপলব্ধির শব্দে
সাগরের উত্তাল তরঙ্গে প্রবাহমান ছিলাম
ভুল বুঝাবুঝির টানে পেল বঞ্চিত ব্যথা।
মেঘের যখন গর্জন হয় তখন বোঝা যায় বৃষ্টি আসছে পূর্ণিমা যখন ফুটে ওঠে তখনই আলোক দেখা যায় অঙ্গন স্থলে।
মনের চোরাবালি তোমার জন্য কম্পন।
মনে জেগে ছিল পরিণয় সুখ অনুভবে,
সোনার খাঁচায় খুনসুটি প্রেম গৌরবে অনাবিল সুখ হৃদয় ছুঁয়ে নীরবতা
তোমার আমার ভালো-মন্দের বন্ধনে
পুরাতন করে অবহেলে গৃহের কোণে।
নতুনত্বের খোঁজে বেরিয়ে পেলাম আজ
প্রবঞ্চনা, লাঞ্ছনা,রচিত হৃদয় সম্মুখ পানে
তবুও বারে বার তোমার সেই স্মৃতি।
🍂
শহীদ
দায় বদ্ধ তার বেড়াজালে
সজাগ সতর্কের অনন্তকালে
প্রতি পক্ষের কঠিন হানা
প্রতিহত ক্ষমতা আছে জানা।
কোন জাত নেই ধর্ম নেই
দেশের রক্ষা কবচ তাই।
সূর্যালোকের নিঃসীম দূরত্বে,
কর্তব্য জীবনের অমরত্তে।
জল স্থল কোথাও নেই নিবন্ধন
বুকের ভিতর তার হৃদস্পন্দন।
মহামানবের শান্তির সাগরতীরে
সীমানার অতন্ত্র বেড়ার ঘিরে।
শত শহীদের শ্রদ্ধার্ঘের ডালি ভরে
তোমাকে পেয়েছি মানবতার তীরে
দেশের জন্য করেছ তুমি ত্রাণ।
0 Comments