বাঙালি
সমুদ্র শাসন করা বাঙালি
হাঁটুর ওপর ধুতি পরা বাঙালি মাছ খায়
সমুদ্র পারে গিয়ে বসত বানায় ।
সংস্কৃতি থেকে পুজা পার্বণ
সর্বত্রই মছলি চলে,
মৎস্য পুরাণের নাম জানা আছে ?
এই বাঙ্গালির ঘরেই
বিবেকানন্দ জন্মায়
রবীন্দ্রনাথ জন্মায়
নেতাজী সুভাষ জন্মায়।
বাঙালি বিপ্লবীরাই
তিন বৃটিশ জেলা শাসককে নিধন করে,
স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনে।
🍂
প্রকৃতি আদিম
কাঁকড়া পুড়িয়ে খেতে দেখেছি
দুই আদিবাসী কিশোরকে
লালজল গুহার কাছে,
এক ফ্রেমে বাঁধা যেন গুহা
আর দুই কিশোর,
পাশে তাদের পড়ে ছিল
তির আর ধনুক ।
যে ঝরনার ধারা বয়ে গেছে
উঁচু নীচু জমির ভিতর
তার জল লাল,
সন্ধ্যা নেমে আসে পাহাড়ের কোলে
দূর থেকে ভেসে আসে
ধামসা মাদলের বোল।
0 Comments