জ্বলদর্চি

মঙ্গলপ্রসাদ মাইতি-র কবিতা


মঙ্গলপ্রসাদ মাইতি-র কবিতা 

চিঠি


পড়ন্ত রোদ ছুঁয়ে যাচ্ছে মাথা 
মুখের হাসি, সূর্যের হাসি মিলেমিশে
বড়ো দীপ্তিময়-প্রাণবন্ত 
দিনান্তের ক্ষণটুকু ভালোবাসার ঘ্রাণ মেখে 
মায়ের বুকে ঘুমন্ত শিশুর মতো
নিশ্চিন্ত–শান্ত। 
রিনিঝিনি ঘুঙুরের শব্দ, খামের ভিতরে
কে নাচে? তবে কি সেই প্রিয়জন?
এক অতলান্ত সুখে ভেসে যাচ্ছে 
গোটা পৃথিবী। বাঁশগাছের শিখর ছুঁয়ে
আজ সন্ধ্যায় নিশ্চিত চাঁদ উঠবে। 
       
🍂

দ্বীপান্তর


কেউ এসে বলল – এসো, তোমাকে আমি
পাহাড় চূড়ায় নিয়ে যাব।
লোভী মন এড়াতে পারল না এই প্রস্তাব।
দ্বান্দ্বিক হাওয়া-এলোমেলো রেখাপাত
বুকের ভিতর রক্তক্ষরণ!
বোধোদয় হলে বুঝলাম 
ফেলে এসেছি মাটির ভালোবাসা
নিজের অজান্তেই হয়ে গেছি অন্য
দ্বীপের বাসিন্দা।

Post a Comment

0 Comments