জ্বলদর্চি

বিভাস মণ্ডল-এর কবিতা

বিভাস মণ্ডল-এর কবিতা 


অপবাদ
      
সত্যের অপলাপ
রাজপথে —খোলা ছাদে
দিন - মাস - বছর পার
সে বিচার এল না 

এখনও মুষ্ঠিবদ্ধ সেই বিজ্ঞাপন ধরা হাতটা
"আমার বাবা — আমার মা যোগ্য 
চাকুরিটা ফিরিয়ে দিন" 

কে শোনে কার কথা—
সত্য যেখানে দাঁড়িয়ে থেকে খায় মার 
হাজার হোক দগদগে ঘা মার্কা নিয়ে 
ঘুচবে কি অপবাদ ! 

🍂

   
বিচার 
   

নীরবে চলে গেল বছরটা 
এখনও বিচার পেল না 


এ ওর ঘাড়ে, সে তার ঘাড়ে 
দোষ চাপাতে ব্যস্ত ।

যেন- তেন প্রকারেণ ভাবনা নিয়ে 
চলা মানুষগুলো দিগন্ত আকাশে
মাথা তুলে দাঁড়ায়

আজও প্রতিবাদের ভাষা
মুছে যায়নি প্রকৃতি জননীর দেওয়ালে 
সেঁটে রয়েছে নির্ভেজাল ইতিহাস ।

Post a Comment

0 Comments