সা য় ন
বাঁধনের খেলা
খোলা মাঠের উপর কয়েক মুহূর্ত
শুয়ে থাকতে দাও, বৃষ্টি এসে ধুয়ে দিক
আমার শরীর জোড়া কাদা আর বিষ,
অন্ধকার গা ভরা খোলা চামড়ার
চাদর থাকুক, নখের লাল রঙ খুঁজতে
দরজা ভেঙে দিই অন্ধ ঘুমের ভিতর
প্ল্যাটফর্মের শেষ ট্রেন তোমার অপেক্ষা নিয়ে
চলে যায়, মেঘের ঘাটে ডুবে আছে পা
খোলা পিঠ পেটে কামড়ানো চাঁদ
তোমার চোখে কান্নানদীর জল
মুখ দেখতে পারিনি, তার আগেই
বুকের কাছে পাপ বেঁধে নিলে তুমি
ঈশ্বর পাথর , হাতের স্পর্শে তবুও
শিখার আলোয় শিশির ফুটে থাকে
আগুনজ্বলা অতল শরীর দিয়ে
পেটে গেল অন্ন, শাক,আনাজ
ছাল মাংস খুলে স্নান করাল দেশ
সংবিধান
মানুষের জীবন তথ্যের মধ্যে থাকে
তার হৃদয় দেওয়ালে থাকে মানচিত্র
ভারতবর্ষ একটা মহাকাব্যের নাম
সুষুম্নাকাণ্ডের সঙ্গে ছন্দের বারান্দায়
পাখির জলপান বিস্কুটরং সকাল
জনতা কার্ফু
যুদ্ধের মাঝে আমরা খাওয়া দাওয়া
শেষ করে ফেলেছি
খুনিদের পাশ কাটিয়ে
বিছানা করে নিয়েছি নিরিবিলি
ছিন্ন মাথার পাশে ভোর হবে
খোলা চোখের পাশে সূর্যের পুরনো আলো
ঘর
আবার ঝড় হবে
শক্ত করে ঘর বাঁধো
গুপ্তধন লুকিয়ে রাখো মাটিতে
একদিন ওটাই দেশ হয়ে যাবে
সবাই মিলে পাহারা দিই আকাশ বাতাস
ভূমিকম্পের ইচ্ছা সমুদ্রনাভির অন্ধকার
শক্ত করে মানুষ বেঁধে নাও
কোমরে দিয়ে স্নায়ুপাটের দড়ি ।
মানুষকে লেখা চিঠি
জীবন কতটা সুন্দর জানি না, তবে একটা
অদ্ভুত পরীক্ষা। সুন্দরকেও মাঝে মাঝে তীব্র
মনে হয় । ইচ্ছা করে চিৎকার করি - কিন্তু কদর্য রাগেও চোখের জল অবাক করে। অসহায় চোখের জল, তার নুনের তরঙ্গ ওঠে। ভালবাসলে কেন এত চাহিদা তৈরি হয়? আমরা খুব লোভী তাই না? লোভী কাকে বলে - এই উত্তরে আলোর পণ্ডিত বললেন , "মানুষ"... আলোয় মিশে যেতেই মনে হল - হ্যাঁ মানুষ, সে যতই বলুক মানবতার কথা। রাগ ? হল? হতে পারে? - রাগ তো শুধুই না পাওয়ার ভালবাসা ।
__
0 Comments