দিনের শেষে ১৫ জুলাই ২০২০
দিনের শেষে
১৫/৭/২০২০
১) "দিনের শেষে" জ্বলদর্চি-র সাথে গলা মিলিয়ে বলুন-"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!"
২) মাইক্রোসফট-এর প্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন-" আবিষ্কারের পর গরীব ও উন্নয়নশীল দেশগুলিতে আগে করোনা-র প্রতিষেধক দেওয়া দরকার।
৩) রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর ঘোষণা :-
প্রথম দফায় একাদশ শ্রেণীতে নিজের স্কুলে ভর্তি ১ আগস্ট থেকে ১০ আগস্ট!
দ্বিতীয় দফায় অন্য স্কুলে ১১ থেকে ৩১ আগস্ট,ভর্তি প্রক্রিয়া চলবে অনলাইনে!
৪) ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করে জিও প্লাটফর্মের ৭.৭ শতাংশ অংশীদার হচ্ছে গুগল!
৫) এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে সেরা পূর্ব মেদিনীপুর জেলা(শতকরা ৯৩.১০ ভাগ)!
কবির মুক্তি চাই
ReplyDelete