জ্বলদর্চি

১৫ জুলাই ২০২০


আ জ কে র  দি ন 

15 July 2020
বাংলায় --৩০ আষাঢ় ১৪২৭ মঙ্গলবার

আজ, বিশ্ব যুব দক্ষতা দিবস। জাতিসংঘ  কর্তৃক ঘোষিত। বিশ্বে যুব সম্প্রদায়কে বিভিন্ন দক্ষতায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানানোর উদ্দেশ্যে এই দিনটি উৎসর্গীকৃত। যাতে তারা ভবিষ্যৎ পৃথিবীর সমস্ত চ্যালেঞ্জ  অনায়াসে মোকাবিলা করতে পারে।

আজ, সাহিত্যিক অক্ষয় কুমার দত্তের জন্মদিন। নবজাগরণ যুগের এই লেখক বাংলায় প্রথম বিজ্ঞান আলোচনার সূত্রপাত করেন।
আজ, রুশ চিকিৎসক আন্তনি চেখভের জন্মদিন। যদিও নাট্যকার ও ছোট-গল্পকার হিসেবেই বিশ্বসাহিত্যে তিনি সমাদৃত।  Three Sisters,The Seagull, The Cherry Orchard প্রভৃতি তাঁর জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম। 

মনীষী উবাচ :
সব শক্তি তোমার ভিতর নিহিত রয়েছে...  সেই শক্তিতে বিশ্বাসী হও।(স্বামী বিবেকানন্দ)
---------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার 

Post a Comment

0 Comments