দিনের শেষে /২২ জুলাই ২০২০

দি নে র শে ষে
২২/৭/২০২০
১) দিনের শেষে আসুন সবাই মিলে একসাথে বলি -"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!
২)বিশ্বব্যাপী করোনা-র প্রকোপে স্টকহোম কনসার্ট হলে ৬৪ বছর পর বাতিল হল নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান, যদিও যথারীতি পুরস্কার প্রাপকের নাম ঘোষিত হবে। এখানে উল্লেখ্য, এর আগে ১৯০৭,১৯২৪ এবং ১৯৫৬ সালে নানাকারণে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বন্ধ ছিল।
৩) করোনা-র উৎপাতে এবারের তুষারতীর্থ অমরনাথ যাত্রা বাতিল হল।
৪) বলিউডি চিত্রপরিচালক অনুভব সিনহা-র ট্যুইট :"বলিউডে আর ছবি করব না!"
৫) আগামিকাল রাজ্যব্যাপী একদিনের পূর্ণাঙ্গ লকডাউন!
৬) নজিরবিহীন সিদ্ধান্ত আই এফ এ'র-
আসন্ন কলকাতা ফুটবল লিগে সব ক্লাব-কে প্রথম একাদশে রাখতে হবে দুই বাঙালি জুনিয়র খেলোয়াড়-কে!
-----------------------------------------------------
কাল থেকে শুরু। নতুন ধারাবাহিক
www.jaladarchi.com
Comments
Post a Comment