সংগ্রহ
----------
শ্রেষ্ঠ নাম-কবিতা সংগ্রহ
প্রথম খণ্ড
হরপ্রসাদ সাহু ও পূর্ণ দিন্দা সম্পাদিত
বাকপ্রতিমা
প্রথম প্রকাশ - জানুয়ারি ২০১০
প্রচ্ছদ - মৃণাল শীল
মূল্য- ১০০/-
___________________________________লৌকিক ধাঁধা
(পূর্ব মেদিনীপুর) খেজুরী ও নন্দীগ্রামে প্রচলিত ধাঁধা -
১.
হায় তরমুজ করবো কি?
বঁখা নেই তার ধরবো কি?
উত্তর - ডিম
২.কাঁচায় তলতল , পাঁকায় সিঁদুর
যে না কইতে পারবে সে ধাড়ি ইঁদুর।
উত্তর - মাটির হাঁড়ি।
৩.
রাজার ব্যাটা রামদাস
খায় খলা ফেলি শাস।
উত্তর - চালতা
৪.
এটির ভিতর ওটি দিয়া
মাউগ ভাতারে রইলো শুয়া
বাইরে ছিলো যারা
ঠেলাঠেলি করে তারা
কয় কবি কালিদাস
ভাবে বসে শ্যামদাস।
উত্তর - দরজায় খিল দেওয়া।
৫.
যেতে তাড়াতাড়ি আসতে ধীর
রাস্তার মাঝু পড়িয়া রইল এক মহাবীর।
উত্তর -বিষ্ঠা।
----------------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল
0 Comments