জ্বলদর্চি

লৌকিক ধাঁধা / বিমল মণ্ডল

সংগ্রহ 
আর এক ভোরের পটভূমি 
(ষোল জন কবির কবিতা সংকলন)
সম্পাদনা - লক্ষ্মণ কর্মকার 
প্রকাশক - সৃজন 
প্রথম প্রকাশ - ২০০১
প্রচ্ছদ - শ্যামল জানা 
মূল্য - ৫০/-
______________________________

লৌকিক  ধাঁধা 
---------------

 পূর্ব  মেদিনীপুরের প্রচলিত  ধাঁধা

১.
দুধ দিয়া ফুল সাজে
খেতে অনেক  মিঠা লাগে।

উত্তর - সন্দেশ 

২.
দুধ ছাড়া দই হয়
এমন কুমার  পাবা কই? 

উত্তর - চুন

৩.
এই দেখি এই নেই 
তার আগে আগুন নেই।

উত্তর - বিদ্যুৎ 

৪.
যে মুখে  খায়, সে মুখে হাগে
সে প্রাণী নাকি রাত জাগে। 

উত্তর - বাদুড় 

৫.
চার পায়ে বসে, আট পায়ে চলে
রাক্ষস  নয়, খোক্ষস নয় গোটা  মানুষ  গিলে। 

উত্তর - পালকি
  

 ---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

0 Comments