জ্বলদর্চি

লৌকিক ধাঁধা

সংগ্রহ 

বাংলা ভাষা তুমিই আমার
উনিশ-একুশ, জন্মের পরিচয় 
কামরুজ্জামান 
প্রকাশক -বাকপ্রতিমা
প্রথম সংস্করণ - ২০০৭
প্রচ্ছদ - লেখক
অলংকরণ - স্নেহশিস পাল
মূল্য - ১০০/-
____________________________________

লৌকিক  ধাঁধা 

পূর্ব মেদিনীপুর লৌকিক  ধাঁধা- 

১.
কুন বস্তুর একটা  মুখ আছে, দুটো  হাত আছে, কিন্তু  কোন  পা নেই — বলো দেখি কি?

উত্তর - ঘড়ি

২.
আরে বল ভাই 
কুন জিনিস  টানলে 
বেশ কমে তাই। 

উত্তর - সিগারেট 

৩.
চটপট  বলো দেখি—
ঝাল কোন দেশ?

উত্তর - শ্রীলঙ্কা 

৪.
বলো তো ভাই—
 কার বুড়া আঙুলের  সাথে চারটি  আঙুল  আছে
তবে সে জীবিত  নয় মোটে। 

উত্তর - মোজা  /দস্তানা 

৫.
গাছ নয় সে তবে তার আছে পাতা
মুখ নেই তার তবু  বলে কথা। 

উত্তর - বই

৬.
উড়লেও সে পাখি নয় 
—বলো তো দেখি কে?

উত্তর - চামচিকে 

৭.
উপরনু পড়লো  ছুরি 
ছুরি বলে তোর মাথায় ঘুরি। 

উত্তর - বাঁশপাতা 

৮.
কোমর ধরে শুই দাও
কাজ যা করার করি লও। 

উত্তর - শিলনোড়া 

৯.
লাল টুকটুক ছোটো  মামা
গায়ে তার অনেক জামা। 
উত্তর - পেঁয়াজ 

১০.
ছোটো  একটা  ঘরে
পঞ্চাশ জন থাকে টুপি  পরে

উত্তর - দেশালাই
---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

0 Comments