জ্বলদর্চি

লৌকিক ধাঁধা

  সংগ্রহ 


জাহিরুল হাসান বিশেষ সংখ্যা 
পুরবৈয়াঁ
সম্পাদক - বিশ্বনাথ ভট্টাচার্য, পূর্বাণী ঘোষ
প্রচ্ছদ -দেবাশিস রায়
প্রথম প্রকাশ - ২০১১
মূল্য- ৮০/-
________________________________


লৌকিক  ধাঁধা 

পূর্ব মেদিনীপুর || লৌকিক  ধাঁধা- 

১.
ঘরের মধ্যে  ঘর 
নাচে কনে বর। 

উত্তর - মশারি

২.
একটুখানি  ঘরে
চুনকাম  করে। 

উত্তর - ডিম

৩.
চাই না আর খাই
বেশি খেলে মারা যাই। 

উত্তর - পিটুনি

৪.
জলেই আছি
ডাঙায় আছি
জল ছাড়া 
কিছুই নেই - বল দেখি এটা  কি? 

উত্তর - বরফ

৫.
আমারও  নেই
তুমারও নেই
আমার কে তা বোঝা নেই। - চটপট  বলে  ফেলো এটা কি?

উত্তর - মানুষ 

৬.
সব কিছু পেরিয়ে  যায়
নদীর  কাছে  আটকে  যায়। 

উত্তর - রাস্তা 

৭.
এ ঘরে যাই
ও ঘরে  যাই
দম- দমিয়ে 
আছাড় খাই।

উত্তর - ঝাঁটা

৮.
উত্তরে চিলের বাসা
কুন গাছের  ফল কাঁচা। 

উত্তর - পোস্তগাছ

৯.
বন থেকে  বেরোলে টিয়া
সোনার  টুপুর  মাথায় দিয়া। 

উত্তর - আনারস

১০.

কমিয়ে দিলে যায় না খাওয়া 
বেশি  দিলে বিষ
গুরুজনেরা  বলেছে  আমায়
বুঝে  শুনে তারপরেতে দিস। 

উত্তর - নুন

 ---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

0 Comments