জ্বলদর্চি

লৌকিক ধাঁধা

   সংগ্রহ 
শিরোনাম  নেই 
বিমল মণ্ডল 
প্রথম প্রকাশ -২০১২
প্রচ্ছদ - ঋত্বিক ত্রিপাঠী
মূল্য - ১০/-
---------------------------------------------------------------------
লৌকিক  ধাঁধা 

পূর্ব মেদিনীপুর লৌকিক  ধাঁধা-

১.

ইংরেজিতে  বাদ্য
বাংলায় খাদ্য।

বলতে পারো এটি কোন ফল? 

উত্তর - বেল

২.
এক গাছে তিন তরকারি 
বলতে পারে এ কোন ব্যাপারি?
 উত্তর - কলাগাছ 

৩.
তলে মাটি উপরে  মাটি
তার মাঝে এক সুন্দরী বেটি। 

বলো তো এটি কি? 

উত্তর - হলুদ

৪.
না মিললে  হবে না
ভেবে চিন্তে বলো না।

উত্তর - হিসেব

৫.
পাখা আছে পাখি নয়
শুঁড়  আছে হাতি নয়।

উত্তর - মশা

৬.
তিন মাথা দশ পা ও
এই কথার দিশা কি পাও?

উত্তর - হাল

৭.
তিন অক্ষরে নাম তার
নাচতে  পারে ভালো 
শেষের  অক্ষর  বাদ দিলে
মারতে পারে আরো  ভালো। 

কি সেটি?

উত্তর - লাটিম

৮.
পাখা নেই উড়ে চলে
মুখ নেই ডাকে
বুক ছিঁড়ে  আলো  ছুটে
চিনতে পারো কি তাকে?

উত্তর - উড়োজাহাজ 

৯.
নেই তাই খাচ্ছ তুমি
থাকলে  কোথায় পেতে
বলে  বোকা দাস 
পথে  যেতে যেতে। 

বলোতো  কি?

উত্তর - লেজকাটা  গরু

১০.
তিন অক্ষরে  নাম  তার 
গাছ বাইতে রাজা
শেষের  অক্ষর বাদ দিলে
দেয় জলেতে সাজা।

চটপট  বলো  দেখি  এটি কি?

উত্তর - বানর

 ---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

0 Comments