জ্বলদর্চি

লোককথা -বোকা তাঁতি - ৮


লোককথা- বোকাতাঁতি

সু ব্র ত কু মা র  মা ন্না   

 'তোমার কুকুরটা তাে বেশ সুন্দর!

বােকা তাঁতির ইচ্ছে হল ছাগল চাষ করার। সে হাটে গেল ছাগল কিনতে। এ হাট সে হাট ঘুরে অবশেষে দূরগাঁয়ের হাটে গিয়ে পৌঁছাল। অনেক বেছে দরদাম করে পছন্দমতাে একটি ছাগল কিনে মহানন্দে বাড়ির পথে রওনা দিল।

ছাগল কাঁধে নিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফেরার পথে সে ভাবতে লাগল ছাগলকে কি খেতে দেবে, কোথায় থাকতে দেবে। হাঁটতে হাঁটতে দুপুর গড়িয়ে বিকেল হল।

সেই পথে একদল বদমাস লােকের নজর পড়ল বােকা তাঁতির ছাগলের দিকে। হৃষ্টপুষ্ট ছাগলটিকে দেখে সেই বদমাস লােকগুলাের খুব লােভ হল। কোনােভাবে যদি ছাগলটাকে হাতিয়ে নেওয়া যায়, তাহলে বেশ জমিয়ে খাওয়া যাবে। তারা নিজেদের মধ্যে ফন্দি আঁটল যে তারা সবাই বােকা তাঁতির ছাগলটিকে কুকুর বানাবে। তাদের মধ্যে একজন বলল,কী গাে, কত টাকা দিয়ে কুকুরটা কিনলে ?

বােকা তাঁতি অবাক হল, তবু উত্তর না দিয়ে চলে গেল। একটু গিয়ে আবার একজনের সাথে দেখা হল। সে বলল, তােমার কুকুরটাতাে বেশ সুন্দর।

বােকা তাঁতি রেগে গিয়ে তােতলাতে তোতলাতে বলল, এটা কুকুর নয়, এটা ছাগল। লােকটা বলল, ঠিক আছে পথে আরাে কয়েকজনকে দেখিয়ে জিজ্ঞাসা করবে এটা ছাগল না কুকুর!

তাঁতি তার কথামতাে আরাে দু-একজনকে জিগ্যেস করল।

বদমাস লােকগুলাের আঁটা ফন্দিমতাে সবাই বলল সেটা কুকুর।

তাঁতি তখন কুকুরকে এত যত্ন করে নিয়ে এসেছে ভেবে রেগে গিয়ে ছাগলটাকে রাস্তায় আছড়ে ফেলে চলে গেল। 

বােকা তাঁতির আর ছাগল চাষ করা হল না।

Post a Comment

0 Comments